TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ফিলিস্তিনে খ্রিষ্টানদের লক্ষ্য করে ইহুদিদের থুতু, নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

জেরুজালেমে গির্জায় এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে ইসরায়েলি ইহুদিদের থুতু নিক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র জেরুজালেমের ওল্ড সিটিতে খ্রিষ্টানদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বিশেষ দূত ডেবোরাহ লিপস্ট্যাড এই নিন্দা জানান। এই নিন্দনীয় কাজের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন তিনি।

গির্জা বা খ্রিষ্টান পুরোহিতদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের ঘটনা অবশ্য নতুন নয়। ফিলিস্তিনের সংখ্যালঘু গোষ্ঠীর অন্তর্গত বিশ্বাসীদের অপমান করার একটি নিয়মিত কৌশল হয়ে উঠেছে এটি। সাম্প্রতিক বছরগুলোতে সেই কৌশল মুসলিমদের ওপর প্রয়োগ করছে ইসরায়েলের আশকেনাজি ইহুদিরা।

এদিকে জেরুজালেমে খ্রিষ্টানদের ওপর থুতু ফেলার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও নিন্দা জানিয়েছেন। শনিবার তাদের সঙ্গে যোগ দিলেন মার্কিন বিশেষ দূত ডেবোরা লিপস্ট্যাড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে যখন কয়েক হাজার ইহুদি সুকোতের ছুটিতে ওল্ড সিটির চারপাশে উৎসবে জড়ো হচ্ছিল, তখন খ্রিষ্টানদের একটি দলকে একটি বড় ক্রুশ বহন করে গির্জা থেকে বের হতে দেখা যায়। একই সময়ে শত শত ইহুদির একটি শোভাযাত্রা ওল্ড সিটির দেয়ালের চারপাশে জড়ো হয়। ইহুদিরা খ্রিষ্টানদের লক্ষ্য করে তখন থুতু ফেলতে শুরু করে।

ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও অবশ্য এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং এর সমাধানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খবরে জানা যায়, প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার ইংরেজি এবং হিব্রু ভাষায় নিন্দার বিবৃতি প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, গত বুধবার ইসরায়েল পুলিশ জেরুজালেমের খ্রিষ্টান সম্প্রদায় এবং গির্জায় থুতু ফেলার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

এম.কে
০৮ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

এবার সাংবাদিকদের অর্থ আয়ের রাস্তা দেখালেন ইলন মাস্ক

বৈধ পথে ইতালি যাওয়ার পথ খুলছে বাংলাদেশিদের

ছাত্রলীগ–পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে সারাদেশে ৬ জন নিহত