TV3 BANGLA
স্পোর্টস

বাংলাদেশ ইস্যু সমাধান করতে বিসিসিআই কর্তাদের সঙ্গে সাক্ষাতে বসছেন আইসিসি প্রধান

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ ইস্যুতে সমাধানে আসতে আগামীকাল ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এনডিটিভির এক খবরে এই কথা বলা হয়েছে।

 

সূচি অনুযায়ী গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে দেশটিতে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে চিঠি দিয়ে আবেদনও জানিয়েছে বিসিবি। বিসিবি এরপর নাকি কয়েক দফায় চিঠি দিয়েছে।

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের ব্যবস্থা করা হবে নাকি ভারতেই হবে, জয় শাহর বৈঠক শেষে হয়তো এসব বিষয় জানা যাবে। বৈশ্বিক টুর্নামেন্ট বিধায় ম্যাচ সরানো বা না সরানোর ব্যাপারটা আইসিসির ওপরই বর্তায়। আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও একই ধরনের কথা বলেছেন।

সংবাদ সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেন, ‘এই বৈঠকটি সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয়ক ছিল। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না (টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে)।’

বিসিবি নিরাপত্তা ইস্যুতে ম্যাচ সরিয়ে নেয়ার দাবি তুলেছে বিসিসিআইয়ের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছিল ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই সিদ্ধান্ত আসে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগে ভারতের উগ্রপন্থী হিন্দুত্বাবাদীদের লাগাতার হুমকির পর

এরপর বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ভারতে না খেলার সিদ্ধান্ত নেয়। বিসিবি সভাপতি গণমাধ্যমে বলেন, ‘আইসিসি, ফিফা তারা বৈশ্বিক সংগঠন। আমরা তাদের শুধু কারণগুলো বোঝানোর চেষ্টা করবো। যখন চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল ভারত পাকিস্তানে যায়নি। পাকিস্তানও গত কয়েকটি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি। আমরাও আশা করছি একটা সঠিক উত্তর (আইসিসির কাছে) পাবো।’

সূত্রঃ এনডিটিভি

এম.কে

আরো পড়ুন

সৌদি আরবের পথে কি তাহলে সালাহ-আলিসনও

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার

ভারতকে গুঁড়িয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের