TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস ছুরিকাঘাতে নিহত

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের এমপি স্যার ডেভিড অ্যামেস  ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৫ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসেক্সে নিজের নির্বাচনী এলাকার একটি গীর্জায় স্থানীয় সময় দুপুরে তাকে ছুরিকাঘাত করা হয়। অ্যামেসের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বয়স ২৫ বছর।

 

৬৯ বছর বয়সী ডেভিড প্রায় চল্লিশ বছর ধরে একজন কনজারভেটিভ ব্যাকবেঞ্চার, পাঁচ সন্তানের বাবা। ১৯৮৩ সালে বাসিলডনের এমপি হিসেবে সংসদে প্রবেশ করেছিলেন। তিনি ১৯৯২ সালে আসনটি ধরে রাখার জন্য টরি পার্টির মধ্যে টোটেমিক অবস্থা অর্জন করেছিলেন, কিন্তু ১৯৯৭ সালের নির্বাচনে নিকটবর্তী সাউথেন্ড ওয়েস্টে চলে যান।

 

রোমান ক্যাথলিক হিসেবে বেড়ে ওঠা ডেভিড রাজনৈতিকভাবে একজন সামাজিক রক্ষণশীল হিসেবে এবং গর্ভপাতের বিরুদ্ধে ছিলেন কঠিন। পশু কল্যাণ বিষয়ক একজন বিশিষ্ট প্রচারক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি সাউথেন্ডে চ্যাম্পিয়ন হওয়ার জন্যও পরিচিত ছিলেন, যার মধ্যে ছিল শহরের জন্য, শহরের মর্যাদা অর্জনের জন্য দীর্ঘদিন ধরে তার প্রচারণা চালানো।

 

 

১৫ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় বিপর্যয়ঃ অস্ত্রোপচারের পর ভাঙা ছুরি রোগীর শরীরে

যুক্তরাজ্যে আবারও দুই নার্স কাঠগড়ায়

মেডিক্যাল ট্যুরিজমের ঝুঁকি আবার সামনেঃ তুরস্কে চিকিৎসার পর ব্রিটিশ নাগরিকের মৃত্যু