2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভ্যাকসিন কর্মসূচিতে ইউরোপের মধ্যে এগিয়ে যুক্তরাজ্য

কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিতে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় এগিয়ে আছে যুক্তরাজ্য। দেশটিতে প্রায় এক তৃতীয়াংশ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ মার্চ) বিবিসি প্রকাশিত হিসেবে বলা হয়, যুক্তরাজ্যের প্রায় দুই কোটিরও বেশি  মানুষকে দেওয়া হয়েছে প্রথম ডোজ। অ্যাস্ট্রাজেনেকার নিজস্ব ভ্যাকসিন ছাড়াও মার্কিন ভ্যাকসিনও দেয়া হয়েছে। মে-জুলাইয়ের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ককে এক ডোজ করে টিকা দেয়ার কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ।

 

প্রধানমন্ত্রী বরিস জনসন এটিকে বিশাল জাতীয় কৃতিত্ব হিসেবে আখ্যা দিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের নিরলস কাজের ফলে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

 

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ফাইজার-অ্যাস্ট্রাজেনেকার টিকা ৮০ বছর বয়সীদের হাসপাতালে ভর্তি হওয়ার হার অন্তত ৮০ শতাংশ হ্রাস করে।

 

খুলতে চলেছে ব্রিটেনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এতে কেমন পরিস্থিতি হতে পারে তা দেখতে গেল সপ্তাহে কয়েকটি স্কুল পরিদর্শন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

বরিস জনসন সাংবাদিকদের বলেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকটি মানুষই চায়, স্কুল খুলুক। সে অনুযায়ী সরকার ব্যবস্থা নিয়েছে। আমাদের হাতে ৫০ মিলিয়ন করোনার টেস্টিং কিট আছে, আমরা গণহারে টিকার কাজ যেমন চালাতে পারছি, তেমনি পরীক্ষা চালিয়ে যেতে পারবো। টিকার ওপর জনগণের ভরসা বাড়ছে। আমি নিজেও শঙ্কার কিছু দেখি না। যেকোনো বৈশিষ্ট্যের কোভিড আমরা রুখে দিতে পারবো।

 

ইউরোপে করোনায় সবচেয়ে প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসেরও সন্ধান মিলেছে। এতে ভাইরাসটি সেখানে দ্রুত ছড়িয়েছে। তবে গণহারে টিকা কার্যক্রম আশার আলো দেখাচ্ছে।

 

৪ মার্চ ২০২১
এনএইচ

আরো পড়ুন

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা

যুক্তরাজ্যে পোষা প্রাণীর জন্য ৫০০ পাউন্ড জরিমানার বিধান রেখে নতুন আইন

অ্যারোফ্লটের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল