14.7 C
London
August 27, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মক্কায় পর্যটন বিধি লঙ্ঘনের দায়ে ২৫ হোটেল বন্ধ, সৌদি কর্তৃপক্ষের কড়া পদক্ষেপ

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জুলাই মাসে মক্কার ২৫টি হোটেল বন্ধ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো পর্যটন বিধি লঙ্ঘন করেছে।

পরিদর্শন অভিযানে দেখা যায়, হোটেলগুলো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল, স্বাস্থ্যবিধি ও রক্ষণাবেক্ষণ মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং অতিথিদের নিরাপত্তা প্রটোকল অনুসরণে ব্যর্থতা ছিল স্পষ্ট।

পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে এসব অভিযান অব্যাহত থাকবে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কোনো প্রতিষ্ঠান মান ও বিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে সর্বোচ্চ এক মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৬ হাজার ডলার) জরিমানা, হোটেল বন্ধ বা উভয় শাস্তিই হতে পারে। শুধুমাত্র অনুমোদিত মান পূরণকারী ও লাইসেন্সধারী হোটেলগুলোই পরিচালনার অনুমতি পাবে বলে পুনরায় জানানো হয়েছে।

এদিকে, ২০২৫ সালের ৩১ মে হজ মৌসুমে পবিত্র নগরী মক্কায় হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি পুলিশ নিরাপত্তা প্রদর্শনীতে অংশ নিয়েছে।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
২৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

প্রথমবারের মতো ‘সত্যিকারের হুমকি’ অনুভব করছে ইসরাইল

হজ করতে সাইকেল চড়ে প্যারিস হতে মক্কায়

ইটালিতে স্বাস্থ্যসেবা: বছরে দুই হাজার ইউরো গুণতে হবে বিদেশিদের