9.5 C
London
January 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ম্যানর পার্কের সন্দেহভাজন হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন

পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে নিহত বৃদ্ধার সন্দেহভাজন হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ।

 

মেট পুলিশ জানিয়েছে, ল্যান্ডসিয়ার অ্যাভিনিউর ৩৩ বছর বয়সী সুবেল আলীর বিরুদ্ধে বিবিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। পরে তাকে স্ট্রাটফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

 

শনিবার সকাল ১০টায় নিউহামের ম্যানর পার্কের ল্যান্ডসিয়ার অ্যাভিনিউতে পুলিশ, প্যারামেডিক এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স ডাকার পর ৮০ বছর বয়সী শোতেরা বিবিকেকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।

 

এরপর এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

 

৬ এপ্রিল ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

ভারতের কোভিশিল্ডের টিকায় ভ্রমণ পাস দেবে না ইউরোপ

টিউলিপকে বাঁচাতে গিয়ে কি ফাঁসতে যাচ্ছেন কেয়ার স্টারমার!

ইংল্যান্ড সফরে লাগবে না আর পিসিআর টেস্ট