TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ডেলিভারুকে ২.৯ বিলিয়ন পাউন্ডে অধিগ্রহণ করছে যুক্তরাষ্ট্রের ডোরড্যাশ

যুক্তরাজ্যের জনপ্রিয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারু ২.৯ বিলিয়ন পাউন্ডের চুক্তিতে কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট ডোরড্যাশ। সোমবার উভয় কোম্পানির পক্ষ থেকে যৌথভাবে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়।

বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ডোরড্যাশের এই অধিগ্রহণের মাধ্যমে তারা ইউরোপীয় বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্যের প্রতিযোগিতাপূর্ণ ডেলিভারি সেক্টরে এটি হবে একটি বড় ধরণের পদক্ষেপ।

চুক্তি অনুযায়ী, ডেলিভারুর শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারের জন্য ১.২৫ পাউন্ড করে পাবেন, যা সাম্প্রতিক বাজারমূল্যের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। অধিগ্রহণের পর ডেলিভারু ব্র্যান্ডটি বজায় থাকবে এবং প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে তার কার্যক্রম পরিচালনা করবে আগের মতোই, তবে এখন থেকে ডোরড্যাশের অধীনে।

ডোরড্যাশের প্রধান নির্বাহী টনি জু এক বিবৃতিতে বলেন, “ডেলিভারু’র স্থানীয় বাজার জ্ঞান ও শক্তিশালী সাপ্লাই চেইন মডেল আমাদের বৈশ্বিক লক্ষ্য পূরণে সহায়ক হবে। ইউরোপীয় বাজারে আমাদের অবস্থান মজবুত করতে এই চুক্তি একটি কৌশলগত সিদ্ধান্ত।”

অন্যদিকে, ডেলিভারুর প্রধান নির্বাহী উইল শু বলেন, “এই চুক্তি আমাদের গ্রাহক, রেস্তোরাঁ এবং রাইডারদের জন্য দীর্ঘমেয়াদে আরও উন্নত সেবা নিশ্চিত করবে।”

চুক্তিটি এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং ২০২৫ সালের শেষ নাগাদ এটি সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি ফুড ডেলিভারি বাজারে আরও একত্রীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে বড় কোম্পানিগুলো ছোট প্রতিদ্বন্দ্বীদের একীভূত করে বাজার নিয়ন্ত্রণে আনছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৫ মে ২০২৫

আরো পড়ুন

‘দ্য লেডি অব হেভেন’ প্রদর্শনী নিয়ে ইংল্যান্ডে বিক্ষোভ

যুক্তরাজ্যের বাজেটের বড় অংশ আসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিকট হতে

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে আর সামগ্রিক প্রতিবাদ নিষেধাজ্ঞা নয়ঃ অফিস ফর স্টুডেন্টস