6.3 C
London
March 31, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের স্কুলগুলোতে দায়িত্বরত প্রায় হাজার খানেক পুলিশ সদস্য

নতুন এক গবেষণায় জানা গেছে যুক্তরাজ্যের স্কুলগুলোতে প্রায় এক হাজার পুলিশ সদস্য কাজ করছেন। এসব পুলিশ সদস্য মূলত যেসব অঞ্চলে দুপুরে বিনামূল্যে খাবার দেয়ার প্রয়োজন হয় সেখানে কাজ করছেন। রানিমেড ট্রাস্টের গবেষণা অনুযায়ী ৭৭৯ জন পুলিশ সদস্য বিভিন্ন স্কুলে কর্মরত রয়েছেন। এর অর্ধেকের বেশি রয়েছে লন্ডনের স্কুলগুলোতে।
প্রতিবেদন অনুযায়ী, স্কুলগুলোতে এসওএস নামে পরিচিত এ ধরনের পুলিশের সংখ্যা আরও সাত শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

যেসব স্কুলে কৃষ্ণাঙ্গ এবং সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিক্ষার্থী বেশি সেসব স্কুলে এই পুলিশ সদস্যরা কাজ করছেন।

যদিও বলা হয়, নিরাপত্তার খাতিরেই এসওএস মোতায়েন করা হয়। কিন্তু এর সমালোচকরা বলছেন, এ ধরনের পুলিশ মোতায়েনের ফলে বৈষম্য এবং লক্ষ্যবস্তু বানিয়ে নিপীড়নের শঙ্কা বেড়ে যায়।

২০২০ সালে চাইল্ড কিউ নামের এক কৃষ্ণাঙ্গ কিশোরীকে নগ্ন করে সার্চ করার ঘটনায় বড় ধরনের সমালোচনার মুখে পড়েছিলো লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তার বিরুদ্ধে শরীরে গাঁজা লুকিয়ে রাখার অভিযোগ আনে সেই স্কুলে কর্মরত পুলিশ সদস্য। যদিও মেয়েটির শরীরে গাঁজা রাখা ছিলো না।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

লন্ডন-ইউক্রেনে ‘আত্মহত্যার বাঁশিওয়ালা’ রহস্যময় এক ব্যবসায়ী

আওয়ামী ওলিগার্ক তৈরি মিশনের মূল খেলোয়াড় ছিলেন টিউলিপ

নিউজ ডেস্ক

কানাডায় অভিবাসনের সুবর্ণ সুযোগ, বাংলাদেশিরা কী সুবিধা নিতে পারবে?

অনলাইন ডেস্ক