11.5 C
London
April 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের ৪৫ ও এর বেশি বয়সীদের টিকা গ্রহণের আমন্ত্রণ: ম্যাট হ্যানকক

যুক্তরাজ্যে ইতোমধ্যে ৫০ বা তার থেকে বেশি বয়সী লোকদের এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা রয়েছেন তাদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এবার ৪৫ বা তার বেশি বয়সীদের করোনা ভাইরাসের টিকা নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে।

 

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্রিটেনবাসীর উদ্দেশ্যে বলেন, ইংল্যান্ডে ৪৫ বা তার বেশি বয়সীদের এখন করোনা ভাইরাসের টিকা নিতে আমন্ত্রন জানাচ্ছি।

 

যুক্তরাজ্যের ৩২ মিলিয়নেরও বেশি মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন এবং ৭.৬ মিলিয়নেরও বেশি মানুষ ভ্যাকসিনের দুটি ডোজই পেয়েছেন।

 

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন নিশ্চিত করেছেন যে সেদেশও ৪৫ বা তার বেশি বয়সীদের টিকা নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে।

 

উত্তর আয়ারল্যান্ডে, ৪০-৪৫ বছর বয়সীরা ইতোমধ্যে কোভিড ভ্যাকসিন পাওয়ার যোগ্য। অন্যদিকে ওয়েলসের কিছু অঞ্চলে ৪০ থেকে ৪৯ বছরের মানুষদের টিকা দেওয়া শুরু হয়েছে।

 

সূত্র: বিবিসি
১৩ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

প্রিন্স হ্যারিকে কটাক্ষ করে ট্র‍্যাম্পের বক্তব্য নিয়ে জন্ম নিয়েছে আলোচনা

যুক্তরাজ্যে সন্তান জন্মদানে ষষ্ঠ স্থানে বাংলাদেশিরা

ব্রেক্সিটের কারণে ব্রিটেনের মাছের বাজার এখন ‘ভূতের শহর’!

নিউজ ডেস্ক