10.9 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কর্মবিরতিতে যাচ্ছে জুনিয়র ডাক্তারেরা

যুক্তরাজ্যে দ্যা বৃটিশ মেডিকেল এসোসিয়েশন ঘোষণা করেছে জুনিয়র ডাক্তাররা ১১ এপ্রিল হতে ১৫ এপ্রিল পর্যন্ত কর্মবিরতিতে যাচ্ছে। জুনিয়র ডাক্তারেরা দীর্ঘদিন হতে তাদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সোচ্চার রয়েছে। বর্তমান বাজারে তাদের বেতন দিয়ে চলা দায় তাই তারা ৩৫% বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বলে নিশ্চিত করেছে বৃটিশ গণমাধ্যম।
বিশেষজ্ঞরা জানান এই কর্মবিরতিতে রোগীর নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধর্মঘট সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থাকে ব্যহত করবে। গর্ভবতী মহিলা এবং ক্যান্সার আক্রান্তরা তাদের চিকিৎসা সেবা হতে বঞ্চিত হবে। সরকার কর্তৃক মজুরিতে বিনিয়োগের অভাব জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন বলে নিশ্চিত করেছেন একজন এনএইচএস কর্মকর্তা। এই পরিস্থিতি এনএইচএসের উপর আরও চাপ বাড়াবে এবং রোগীদের সেবাপ্রদান করা কঠিন করে তুলবে।
জুনিয়র ডাক্তারেরা জানান, সরকার জুনিয়র ডাক্তারের বেতন পুনরুদ্ধারের বিষয়ে বিএমএর সাথে আলোচনা করতে অস্বীকার করেছে, যার কারণে আমাদের ধর্মঘটের আহ্বান জানানো ছাড়া আর কোনও উপায় নেই।

আরো পড়ুন

নোভাভ্যাক্সের টিকা করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে কার্যকর

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে আর সামগ্রিক প্রতিবাদ নিষেধাজ্ঞা নয়ঃ অফিস ফর স্টুডেন্টস

গর্ভপাতের পর দুই সপ্তাহের ছুটির অধিকার পাবেন ব্রিটিশ অভিভাবকরা