জার্মানি ও ফ্রান্সে থাকার পর এক আফগান অবৈধ অভিবাসী শেষ পর্যন্ত যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং টিকটকে চ্যানেল পাড়ি দেওয়ার ধাপে ধাপে গাইড প্রকাশ করেছেন। করদাতার অর্থে বিলাসবহুল হোটেলে থাকা অবস্থায় তিনি লাইভস্ট্রিমে অন্যদের ব্রিটেনে আসার আহ্বান জানান, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
‘Alexandra420’ নামের হ্যান্ডেল ব্যবহারকারী ওই ব্যক্তি সম্প্রতি জার্মানি ছেড়ে ফ্রান্সে যান এবং সেখান থেকে ছোট নৌকায় চ্যানেল পার হয়ে ডোভার পৌঁছান। চ্যানেল পাড়ি দেওয়ার ভিডিও ও পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, ব্রিটেনে আসা তার স্বপ্ন ছিল এবং এখানকার ভাতা ও সুবিধাই তাকে আকৃষ্ট করেছে।
ব্রিটেনে পৌঁছানোর পর তাকে কেন্টের ম্যানস্টন প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে সরকারি পোশাক পেয়ে পরে লন্ডনের হিথ্রো সংলগ্ন ক্রাউন প্লাজা হোটেলে স্থানান্তরিত করা হয়। এই হোটেলটি আগে চার তারকা পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে হোম অফিসের চুক্তিতে অভিবাসীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তদন্তে জানা গেছে, যুক্তরাজ্যে আসার আগে তিনি জার্মানির ডানপন্থী দল আলটারনেটিভ ফর জার্মানি (AfD)-এর অভিবাসী ফেরত পাঠানোর পরিকল্পনার বিষয়ে সতর্কবার্তা পোস্ট করেছিলেন। ফরাসি ও জার্মান শহরে তোলা একাধিক ছবিও তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
টিকটকে তার ৭০,০০০ অনুসারীর সঙ্গে করা ৪৫ মিনিটের লাইভ সেশনে তিনি স্বীকার করেন যে জার্মানিতে আশ্রয়প্রার্থনার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। ব্রিটেনে এসে তিনি টিকটক প্রোফাইলে ব্রিটিশ পতাকা যুক্ত করে করদাতাদের উপহাসও করেছেন।
এই ঘটনার পর টিকটক কর্তৃপক্ষ মানবপাচার প্রচারের অভিযোগে তার অ্যাকাউন্ট বাতিল করেছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে সমন্বয় করে তারা এমন কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলে।
শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিল্প বলেন, এই অবৈধ অভিবাসী একাধিক নিরাপদ দেশে আশ্রয়ের সুযোগ থাকা সত্ত্বেও যুক্তরাজ্যে এসেছে, যা মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে অবৈধভাবে ছোট নৌকায় আসা ব্যক্তিদের নিজ দেশ বা নিরাপদ তৃতীয় দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান এবং রুয়ান্ডা ডিপোর্টেশন স্কিম পুনরায় চালুর দাবি করেন।
হোম অফিস এ বিষয়ে কোনো ব্যক্তিগত বা কার্যক্রমসংক্রান্ত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্রঃ দ্য সান
এম.কে
১৪ আগস্ট ২০২৫