আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় যুক্তরাজ্যে আবারও চালু হতে যাচ্ছে জাতীয় জরুরি সতর্কবার্তা পরীক্ষামূলক কার্যক্রম। এ সময় ফোর-জি ও ফাইভ-জি নেটওয়ার্কে যুক্ত কোটি কোটি মোবাইল ফোনে সর্বোচ্চ ১০ সেকেন্ড পর্যন্ত সাইরেন বাজবে এবং ফোন কেঁপে উঠবে। ব্যবহারকারীদের কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু বার্তাটি সোয়াইপ করে মুছে ফেললেই যথেষ্ট হবে।
ডাচি অব ল্যাঙ্কাস্টারের চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন জানিয়েছেন, এই ব্যবস্থা দেশের মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ টুল যা সংকটময় পরিস্থিতিতে জনগণকে সতর্ক করে জীবন রক্ষা করতে পারে। যেমন আপনার বাড়ির ফায়ার অ্যালার্ম সবসময় প্রস্তুত থাকে, তেমনি এ সিস্টেমও সবসময় কার্যকর থাকবে।”
সাম্প্রতিক বছরগুলোতে ঝড়-ঝঞ্ঝা ও বিপজ্জনক পরিস্থিতিতে এ সতর্কবার্তা কার্যকর প্রমাণিত হয়েছে। স্টর্ম দারাহ ও স্টর্ম ইওউইনের সময় লাখো মানুষকে মুহূর্তেই প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছিল। এছাড়া, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্লাইমাউথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধারের সময় এ সতর্কবার্তা পাঠিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।
২০২৩ সালের এপ্রিলে প্রথম জাতীয় পরীক্ষার পর থেকে এ পর্যন্ত পাঁচটি সতর্কবার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে সর্ববৃহৎ ব্যবহার ছিল ২০২৫ সালের জানুয়ারিতে স্টর্ম ইওউইন চলাকালে, যখন স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে ৪.৫ মিলিয়ন মানুষ প্রাণহানির ঝুঁকি সম্পর্কিত সতর্ক বার্তা পেয়েছিলেন।
পরীক্ষার আগে সরকার সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। বিশেষত ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যেমন—ডমোস্টিক ভায়োলেন্সের শিকার ব্যক্তিদের উদ্দেশে আলাদা তথ্য প্রচার করা হচ্ছে। একইসঙ্গে প্রথমবারের মতো ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজে জাতীয় তথ্য ভিডিও প্রকাশ করা হয়েছে যাতে সবাই এ পরীক্ষার বিষয়ে অবগত থাকে।
সূত্রঃ দ্য মিরর
এম.কে
২৭ আগস্ট ২০২৫