25.7 C
London
August 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকার অনুমতি পাওয়া সিরিয়ান আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

যুক্তরাজ্যের বোর্নমাউথ সমুদ্রসৈকতের একটি পাবলিক টয়লেটে ১৯ বছর বয়সী তরুণীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত সিরিয়ান আশ্রয়প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

১৮ বছর বয়সী এই এসাইলাম আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ, গত ৬ জুলাই ভোররাতে বোর্নমাউথের আন্ডারক্লিফ ড্রাইভে অবস্থিত একটি পাবলিক টয়লেটে হামলার ঘটনা ঘটান তিনি। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে এবং আবদুল্লাহকে লন্ডনের মিডলসেক্সের ওয়েস্ট ড্রেইটন এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

আজ বোর্নমাউথ ক্রাউন কোর্টে আরবি দোভাষীর সহায়তায় আবদুল্লাহ এক গণধর্ষণ ও এক যৌন নিপীড়নের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হন এবং উভয় অভিযোগ অস্বীকার করেন।

বিচারক জনাথন ফুলার কে.সি. মামলাটি আগামী বছরের ৫ মে বিচার শুরুর জন্য মুলতবি রাখেন এবং আসামিকে ৩০ অক্টোবর পুনরায় আদালতে হাজির থাকার নির্দেশ দেন। তার উপর জুলাই মাসের মত আরোপিত শর্তসাপেক্ষ জামিন বহাল থাকবে, যার মধ্যে ট্যাগযুক্ত কারফিউ অন্তর্ভুক্ত রয়েছে।

আবদুল্লাহ ২০২৩ সালে সিরিয়া থেকে আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাজ্যে আসেন এবং পরবর্তীতে স্থায়ীভাবে থাকার অনুমতি পান।

ডরসেট পুলিশের মেজর ক্রাইম ইনভেস্টিগেশন টিমের গোয়েন্দা পরিদর্শক শন ইনকপেন জানান, ব্যাপক অনুসন্ধানের পর ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সঙ্গে পরামর্শক্রমে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তিনি মামলার তদন্তে সহায়তা করা সাধারণ মানুষকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, ভুক্তভোগীকে নিয়মিত সমর্থন ও তদন্তের অগ্রগতির আপডেট দেওয়া হচ্ছে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ওয়েলসে বিরল মাংকিপক্স ভাইরাস সনাক্ত

অনলাইন ডেস্ক

হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্ক

লন্ডনে একই সম‌য়ে পাল্টাপাল্টি সমাবেশ আ.লীগ-বিএনপির