4 C
London
April 26, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্য স্বাস্থ্য অধিদপ্তর বিশ্বব্যাপী বার্ড ফ্লু মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে

যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর বার্ড ফ্লু নিয়ে মহামারীর আশংকা করছে। বার্ড ফ্লু মহামারীর জন্য যুক্তরাজ্যের প্রস্তুতি বাড়ানো উচিত বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। এই পরিকল্পনা কম্বোডিয়ায় বার্ড ফ্লু ভাইরাসে ১১ বছর বয়সী একটি মেয়ে মারা যাওয়ার পরে আসে।
ডব্লিউএইচও সতর্ক করেছে যে বিশ্ব কোভিড মহামারীর মতো আরো একটি মহামারী মোকাবেলায় এখনও যথেষ্ট প্রস্তুত নয়।
বার্ড ফ্লু মোকাবেলার জন্য একটি পরিকল্পনা যুক্তরাজ্য  স্বাস্থ্য অধিদপ্তর তৈরি করতে যাচ্ছে।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বলেছে যে, “এখন পর্যন্ত এমন কোন প্রমাণ নেই যে ভাইরাসটি মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে সংক্রামিত করা শুরু করেছে। তবে আগে থেকে সতর্ক হওয়া অবশ্যই ভালো”।
কম্বোডিয়ায় ১১ বছর বয়সী একটি মেয়ে বার্ড ফ্লুতে মারা যাওয়ার পরে এই ভাইরাস নিয়ে আলোচনা শুরু হয়। মেয়েটির বাবাও বার্ড ফ্লু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। তবে তিনি তার মেয়ের কাছ থেকে নাকি সংক্রামিত পাখির সংস্পর্শে এসে সংক্রামিত হয়েছেন সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নাই।
এম.কে
২৫ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

বার্সেলোনায় শীর্ষ জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

‘ট্যাক্স হেভেন’ দেশ বলা হচ্ছে যাদের

যুক্তরাজ্যে ১ মিলিয়নেরও বেশি লোক ‘লং কোভিডে’ ভুগছে