TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

লকডাউনে বিদেশি দূতাবাসের জরুরি ভিসা সেবা চালু থাকবে

লকডাউনে বিদেশি দূতাবাসের জরুরি ভিসা সেবা চালু থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

 

ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডিবেট ক্লাব’ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। তবে বিদেশি দূতাবাসের জরুরি ভিসা সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে। একইসঙ্গে ভিসা নেওয়ার জন্য প্রার্থীরা যাতায়াতের সুযোগ পাবেন।

 

৩০ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

গবেষণায় চুরি ধরতে সফটওয়্যার চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

আসছে টিকটকের নতুন মিউজিক স্ট্রিমিং অ্যাপ

ডাউনিং স্ট্রিটের পার্টি: বরিস জনসনের জন্য অশনী সংকেত!