15.6 C
London
August 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে বাসস্টপে ভেপ করলে জরিমানা সর্বোচ্চ £১,০০০ পাউন্ড

লন্ডনের বাসস্টপসহ গণপরিবহনের নির্দিষ্ট এলাকায় ভেপ করলে এবার দিতে হতে পারে সর্বোচ্চ £১,০০০ জরিমানা। যুক্তরাজ্যের সংসদে উঠতে যাওয়া নতুন আইনে এ বিধান রাখা হয়েছে।
বর্তমানে দেশে ভেপিং নিয়ে কোনো কঠোর আইন নেই। যদিও ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) সহ বেশিরভাগ পরিবহন সংস্থা বাস, ট্রেন, প্লেন ও স্টেশনে ভেপিং নিষিদ্ধ করে রেখেছে। তবে এবার সেটি আইনি রূপ পেতে চলেছে।
নতুন আইনে পরিবহন কর্তৃপক্ষ ধূমপান ও ভেপিং সংক্রান্ত ফিক্সড পেনাল্টি নোটিশ জারি করার ক্ষমতা পাবে। ধরা পড়লে প্রথমে সর্বোচ্চ £১০০ জরিমানা দিতে হবে। তবে নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধ না করলে সেটি বাড়তে বাড়তে £১,০০০ পর্যন্ত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ভেপিং ধূমপানের মতোই জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং গণপরিবহনে যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এটি নিয়ন্ত্রণে আনতেই সরকার নতুন আইনের পথে হাঁটছে।
বর্তমানে যুক্তরাজ্যে ভেপিং সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে নতুন আইন কার্যকর হলে গণপরিবহন সংশ্লিষ্ট এলাকায় ভেপিং করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৭ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে তোপের মুখে পড়তে যাচ্ছেন এলন মাস্ক

ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হারের রেট ৪.৭৫%-এ স্থির রাখার সিদ্ধান্ত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে জি সেভেন:ব্রিটিশ প্রধানমন্ত্রী