14.8 C
London
May 2, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সুখবর! নির্মাণকর্মীরা সহজেই পাবেন যুক্তরাজ্যের ভিসা

সম্প্রতি সময়ে নির্মাণশিল্পে ব্যাপক কর্মীর ঘাটতি দেখা গেছে যুক্তরাজ্যে। একারণে কর্মী ঘাটতি থাকা পেশার তালিকায় ভবন নির্মাণ শিল্পকে অন্তর্ভুক্ত করেছে দেশটি৷ একারণে নির্মাণ শিল্পে আরো বেশি বিদেশি কর্মী নিয়ে শ্রম ঘাটতি পূরণের সুযোগ পাচ্ছেন দেশটির নিয়োগকর্তারা৷

জানা গেছে, নতুন এই অন্তর্ভুক্তির কারণে রাজমিস্ত্রি, ছাদ নির্মাণকারী, ছাদের টাইলস বসানো ও প্লাস্টারকারীসহ এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত আরো বিভিন্ন পেশার বিদেশি কর্মীদের সহজে যুক্তরাজ্যে নিয়ে শ্রম ঘাটতি পূরণ সম্ভব হবে৷

এছাড়াও কিছু কিছু খাতে তীব্র শ্রম সংকটে ভুগছে যুক্তরাজ্য৷ ঘাটতি পূরণে নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে আগ্রহী৷ কিন্তু, বিদেশি কর্মী আনার বিষয়টি আবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ৷ কারণ, গত এক দশক ধরে এই রাজনৈতিক দলটি যুক্তরাজ্যের অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে৷

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ‘‘জাতীয় অবকাঠামো নির্মাণকে এগিয়ে নেয়ার পাশাপাশি এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে৷’’

গতবছরের মার্চে নির্মাণ শিল্পকে শ্রম ঘাটতি যুক্ত পেশায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল ইনডিপেনডেন্ট মাইগ্রেশনস অ্যাডভাইজরি কমিটি৷ এরই মধ্যে এই তালিকায় পরিচর্যা কর্মী, গণপূর্ত প্রকৌশলী, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং স্বাস্থ্যসেবা খাতও আছে৷

একই বছর মে মাসে দেয়া এক পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে গত বছর রেকর্ড সংখ্যক ছয় লাখ ছয় হাজার অভিবাসী এসেছেন৷ অপরদিকে, অভিবাসন ঠেকানো সুনাক প্রশাসনের অগ্রাধিকারগুলোর একটি৷

ব্রেক্সিটের সমালোচকেরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার কারণে শ্রম ঘাটতি আরো বেড়েছে৷ ব্রেক্সিটের কারণে, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা আর আগের মতো ব্রিটেনে কাজ করার জন্য ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন না৷

যুক্তরাজ্যে কাজের জন্য ভিসা পেতে অবশ্যই আবেদনকারীর কাছে নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া চাকরির প্রস্তাব থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা লাগবে৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
০৬ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে অভিবাসন আইনে পরিবর্তন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস