ডিজিটাল জগতের উচ্চ চাহিদাযুক্ত চাকরির জন্য ৩৫০টি কোর্স বিনামূল্যে দিচ্ছে মাইক্রোসফট ও লিংকডইন। ক্যারিয়ারের প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদানসহ জব স্কিল প্রোগ্রামকে প্রসারিত করেছে সংস্থাটি।
জানা যায়, এ প্রোগ্রামের আওতায় ডিজিটাল অর্থনীতিতে ৬টি চাকরির জন্য প্রয়োজনীয় ৬টি নতুন সার্টিফিকেট গ্রহণ করা যাবে। ২০২৫ সালের মধ্যে ১ কোটি মানুষকে প্রত্যাশিত চাকরির জন্য দক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রদানে সহায়তাসহ সার্টিফিকেটের ব্যবস্থা করবে মাইক্রোসফট। এ প্রোগ্রামটি গ্লোবাল স্কিলস ইনিশিয়েটিভের সফলতার ভিত্তিতে উন্মোচন করা হয়েছে। গ্লোবাল স্কিলস ইনিশিয়েটিভের মাধ্যমে ইতোমধ্যে বিশ্বব্যাপী ৮ কোটি চাকরিপ্রার্থীকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে কোম্পানিটি।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত লিঙ্কডইন, মাইক্রোসফট লার্ন ও দক্ষতা বৃদ্ধি সংশ্নিষ্ট উদ্যোগের মাধ্যমে এশিয়ার ১ কোটি ৪০ লাখ মানুষের সঙ্গে কাজ করেছে মাইক্রোসফট। তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন ১ লাখ ৭১ হাজারের বেশি প্রশিক্ষণার্থী। বাংলাদেশে শীর্ষ ছয়টি লিঙ্কডইন লার্নিং পাথওয়ের মধ্যে রয়েছে- ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, ক্রিটিক্যাল সফট স্কিলস, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্ট এবং গ্রাফিক ডিজাইনার।
নিউজ ডেস্ক