11.5 C
London
October 11, 2025
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

৩৫০টি কোর্স বিনামূল্যে দিচ্ছে মাইক্রোসফট ও লিংকডইন

ডিজিটাল জগতের উচ্চ চাহিদাযুক্ত চাকরির জন্য ৩৫০টি কোর্স বিনামূল্যে দিচ্ছে মাইক্রোসফট ও লিংকডইন। ক্যারিয়ারের প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদানসহ জব স্কিল প্রোগ্রামকে প্রসারিত করেছে সংস্থাটি।

 

জানা যায়, এ প্রোগ্রামের আওতায় ডিজিটাল অর্থনীতিতে ৬টি চাকরির জন্য প্রয়োজনীয় ৬টি নতুন সার্টিফিকেট গ্রহণ করা যাবে। ২০২৫ সালের মধ্যে ১ কোটি মানুষকে প্রত্যাশিত চাকরির জন্য দক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রদানে সহায়তাসহ সার্টিফিকেটের ব্যবস্থা করবে মাইক্রোসফট। এ প্রোগ্রামটি গ্লোবাল স্কিলস ইনিশিয়েটিভের সফলতার ভিত্তিতে উন্মোচন করা হয়েছে। গ্লোবাল স্কিলস ইনিশিয়েটিভের মাধ্যমে ইতোমধ্যে বিশ্বব্যাপী ৮ কোটি চাকরিপ্রার্থীকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে কোম্পানিটি।

 

মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত লিঙ্কডইন, মাইক্রোসফট লার্ন ও দক্ষতা বৃদ্ধি সংশ্নিষ্ট উদ্যোগের মাধ্যমে এশিয়ার ১ কোটি ৪০ লাখ মানুষের সঙ্গে কাজ করেছে মাইক্রোসফট। তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন ১ লাখ ৭১ হাজারের বেশি প্রশিক্ষণার্থী। বাংলাদেশে শীর্ষ ছয়টি লিঙ্কডইন লার্নিং পাথওয়ের মধ্যে রয়েছে- ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, ক্রিটিক্যাল সফট স্কিলস, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্ট এবং গ্রাফিক ডিজাইনার।

লিঙ্কডইনের opportunity.linkedin.com  ঠিকানায় কোর্সগুলো পাওয়া যাবে।
১২ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ব্রিটেন থেকে বিমানভ্রমণ এখনো এক দুঃস্বপ্নের নাম!

অনলাইন ডেস্ক

আইন প্রয়োগকারী সংস্থার কারণে যুক্তরাজ্যে বাড়ছে ডমেস্টিক ভায়োলেন্সঃ গবেষণা

লাগাতার বিক্ষোভ-ধর্মঘটে অচল মিয়ানমারে