পোল্যান্ড-বেলারুশ সীমান্তেও বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের ভিড়
লিথুয়ানিয়ার পর পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের রেকর্ড-সংখ্যক ভিড়, জানাচ্ছে পোল্যান্ডের সীমান্ত রক্ষীরা। ইউরোপকে চাপে রাখতে পোল্যান্ড সীমান্তেও অভিবাসনপ্রত্যাশীদের পাঠাচ্ছে বেলারুশ, অভিযোগ পোলিশ সীমান্তরক্ষীদের। সোমবার (৯ আগস্ট) তারা জানায়, বেলারুশের সাথে পোল্যান্ডের সীমান্তে মোট ৩৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তারা। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অব্যাহত থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্রোতে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীরই কোনো নথি নেই। সীমান্ত রক্ষীদের ধারণা, বেশির ভাগ এসেছে আফগানিস্তান ও ইরাক থেকে। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সবচেয়ে বড় অভিবাসনপ্রত্যাশীর দলটিকে পোল্যান্ডের কুজনিকা স্টেশনে আটক করা হয়। শনিবার কুজনিকায় এসে পৌঁছান ৮৫ জন অভিবাসনপ্রত্যাশী। ২০২০ সালে এই সীমান্তে আটক করা হয় মোট ১২২ জন অভিবাসনপ্রটযাশীকে। এই সংখ্যা বর্তমানে এসে দাঁড়িয়েছে ৮৭১ জন অভিবাসনপ্রত্যাশীতে। গত কয়েক সপ্তাহ ধরে বেলারুশের সাথে সীমান্ত ভাগাভাগি করা দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার ওপর বাড়ছে অভিবাসনপ্রত্যাশী ব্যবস্থাপনার চাপ। পরিস্থিতি কঠিন হওয়ায় দুটি রাষ্ট্রই সাহায্য চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত নানা সংস্থার কাছে। মঙ্গলবার লিথুয়ানিয়ার সংসদ আলোচনা করবে এই বিষয়টি নিয়ে। ১৮ আগস্ট এ বিষয়ে আলোচনায় বসবে ইউরোপের স্বরাষ্ট্র বিষয়ক নেতৃত্বও, জানাচ্ছে রয়টার্স।...