13.4 C
London
December 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলায় নিহত ১, আহত ২

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা করেছে এক ব্যক্তি। তাতে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানান হয়।

জেরাল্ড ডারমানিন সাংবাদিকদের বলেন, এ ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ বছর বয়সী এই অভিযুক্ত হামলাকারী একজন ফরাসি নাগরিক। অন্য একটি হামলার পরিকল্পনার দায়ে এই সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ফরাসি নিরাপত্তা সংস্থার নজরদারির তালিকায় ছিলেন এই অভিযুক্ত হামলাকারী। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলেও জানা যায়।

হামলার ঘটনাটি ঘটে স্থানীয় সময় গতকাল শনিবার রাতে। আইফেল টাওয়ার থেকে কয়েক ফুট দূরে হামলাকারী ছুরি নিয়ে এক পর্যটক দম্পতির ওপর হামলা করেন। এ হামলায় এক জার্মান পর্যটক নিহত হন।

তারপর হামলাকারীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে পালানোর চেষ্টা করার সময়ও হামলাকারী হাতুড়ি দিয়ে দুই ব্যক্তিকে আক্রমণ করেন।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, অভিযুক্ত ব্যক্তি হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেন। পরে পুলিশকে তিনি জানান, গাজায় চলমান পরিস্থিতি নিয়ে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত। কারণ, আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলিম মারা যাচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি ক্ষুব্ধ ছিলেন।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় বলেছে, তারা এই হামলার ঘটনার তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে।

এদিকে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, আক্রমণে ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে হামলার ঘটনার পর প্রতিক্রিয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের কাছে হার মানব না।’

২০২৪ সালের জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আট মাসেরও কম সময় আগে প্যারিসে হামলার ঘটনাটিতে নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন।

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

মাদুরোর বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র, উত্তেজনা বৃদ্ধি

সীমান্তে ৩ ইসরায়েলি সেনা, ১ মিশরীয় নিরাপত্তা রক্ষী নিহত

নিলামে ১১ লাখ ডলারে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার সোয়েটার