6.8 C
London
April 29, 2024
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণ, নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে একাধিক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী। এ ঘটনায় আরও প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

 

শনিবার (৮ মে) রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর থেকে এ তথ্য জানা যায়।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন,স্থানীয় সময় শনিবার (৮ মে) বিকেলে কাবুলের সায়েদ উল সুহাদা নামের একটি স্কুলে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা স্কুল থেকে বেরিয়ে আসার সময় বোমা বিস্ফোরনের ঘটনা  ঘটে।

 

টিভি চ্যানেল টোলো নিউজের ভিডিওতে দেখা যায়, স্কুলের বাইরে হুলস্থুল অবস্থা। রক্তাক্ত সড়কে বই ও স্কুলব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

 

আহতদের উদ্ধারে স্থানীয় অধিবাসীদের এগিয়ে আসতে দেখা গেছে।

 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। তবে কী কারণে এই হামলা হয়েছে, তার কাছ থেকে সেই ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগির নাজারি বলেন, এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।

 

৮ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে এবার পাওয়া গেল করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট

১০ হাজার ডলারের বেশি এক মাসের উর্ধ্বে রাখা যাবে না

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের