9.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এপ্রিল থেকে কোম্পানিগুলোর বিদ্যুৎ বিলে ভর্তুকি কমানো হবে

বেসরকারি কোম্পানিগুলোকে বিদ্যুৎ বিলে পুনরায় সহায়তার আশ্বাস দিয়েছে ব্রিটিশ সরকার। এর আগে বলা হয়েছিলো ভর্তুকি দিলে সরকারি ব্যয় নাগালের বাহিরে চলে যাবে।

তাই নতুন প্রণোদনার আওতায় ভর্তুকি কমিয়ে কোম্পানিগুলোকে বিদ্যুতের পাইকারি বিলে ছাড় দেওয়া হবে। বর্তমানে খুচরা পর্যায়ে এ ধরনের ছাড় প্রদান করা হয়। বেশি বিদ্যুৎ ব্যবহার করে এমন খাত যেমন কাঁচ, সিরামিক, ইস্পাত ও নির্মাণশিল্প বেশি ছাড় পাবে। তবে শুধুমাত্র অনেক বেশি বিল আসলেই, কোম্পানিগুলো এ ধরনের সুবিধার আওতায় আসবে। কিছু ব্যবসা প্রতিষ্ঠান এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কেউ কেউ বলছেন, বাড়তে থাকা খরচের তুলনায় এই সহায়তা পর্যাপ্ত নয়।

কোম্পানিগুলোর বাইরে এই সুবিধা পাবে দাতব্য প্রতিষ্ঠান, স্কুল এবং হাসপাতালগেুলো। গৃহস্থালি জ্বালানির দাম এর প্রেক্ষিতে সেপ্টেম্বর থেকে এই প্রণোদনা হাতে নেয় ব্রিটিশ সরকার। বর্তমানে গ্যাসের দাম কমছে। এখন গ্যাসের মূল্য রাশিয়ার ইউক্রেন আক্রমণের আগের সময়ের চেয়ে কম। কিন্তু তবুও তা গ্যাসের নিয়মিত গড় দামের চেয়ে তিন থেকে চার গুণ বেশি।

আরো পড়ুন

ইউরোপ প্রবেশে ব্রিটিশদের খরচ হবে ৭ ইউরো

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের নির্বাচনে সাবেক চার প্রধানমন্ত্রীর ভরাডুবি

১৯ সেপ্টেম্বর বাংলাদেশে আবারও সাইবার হামলার শঙ্কা