3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

জাদুঘরে রাখা নিজের হার্ট দেখতে গেলেন ব্রিটিশ নারী

হার্ট ট্রান্সপ্লান্ট করার ১৬ বছর পর লন্ডনের একটি জাদুঘরে রাখা নিজের পুরাতন হার্ট পরিদর্শন করলেন একজন ব্রিটিশ নারী।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, জেনিফার সাটন নামের ওই নারীর ১৬ বছর আগে একটি হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশনের মাধ্যমে শরীর থেকে হার্ট সরিয়ে ফেলা হয়েছিল। সম্প্রতি তিনি ইংল্যান্ডের হ্যাম্পশায়ার রিংউড থেকে লন্ডনের হান্টেরিয়ান মিউজিয়ামে আসেন সেখানে সংরক্ষিত সেই হার্টটি দেখতে।

 

 

 

 

নিজের হার্ট মিউজিয়ামে দেখার পর উচ্ছ্বসিত হয়ে জেনিফার বলেন, এটা আমার শরীরের ভিতর ছিল, বেশ সুন্দর, আমার বন্ধুর মতো। এটা আমাকে ২২ বছর ধরে বাঁচিয়ে রেখেছে, আমি সত্যিই এর জন্য বেশ গর্বিত। জেনিফার বলেন, আমি আমার জীবদ্দশায় বয়ামে রাখা অনেক কিছুই দেখেছি, তবে এটা আসলেই বেশ অদ্ভুত।

অঙ্গ দানকে সমর্থন করে তিনি তার শরীরে থাকা এখনকার হার্টকে সর্বশ্রেষ্ঠ উপহার হিসাবে অভিহিত করেন। জেনিফার বর্তমানে স্বাভাবিক এবং ব্যস্ত জীবনযাপন করছেন বলে জানান, যতদিন সম্ভব এভাবেই থাকতে চান তিনি।

আরো পড়ুন

ফেসবুক ডাউনে বিশাল ক্ষতির মুখে জাকারবার্গ

আগামী ৫০ বছরে যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার হবে

পুনর্ব্যবহারের প্লাস্টিক শনাক্তে ব্রিটিশ স্টোরে নতুন উদ্যোগ