TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দ্বৈত নাগরিকদের জন্য নতুন বাস্তবতাঃ COE ছাড়া যুক্তরাজ্যে ঢোকা ঝুঁকিপূর্ণ

যুক্তরাজ্যের ইমিগ্রেশন ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দ্বৈত নাগরিকত্বধারীদের জন্য এখন যুক্তরাজ্যে নির্বিঘ্নে প্রবেশ করতে ব্রিটিশ পাসপোর্ট অথবা রাইট অব অ্যাবোডের সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট (COE) থাকা কার্যত অপরিহার্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এই বিষয়ে কঠোর প্রয়োগ শুরু হবে।

রাইট অব অ্যাবোডের জন্য সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট একটি সরকারি নথি, যা বিদেশি পাসপোর্টে সংযুক্ত থাকে এবং প্রমাণ করে যে এর ধারক ব্যক্তি যুক্তরাজ্যের ইমিগ্রেশন নিয়ন্ত্রণের বাইরে। যেসব ব্যক্তি আইনগতভাবে যুক্তরাজ্যে অনির্দিষ্টকালের জন্য বসবাস ও কাজ করার অধিকার রাখেন, কিন্তু ব্রিটিশ পাসপোর্টের পরিবর্তে অন্য দেশের পাসপোর্টে ভ্রমণ করেন, তাদের জন্য এটি ব্রিটিশ পাসপোর্টের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

COE থাকলে যুক্তরাজ্যে প্রবেশের জন্য কোনো ভিসা, ওয়ার্ক পারমিট বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন হয় না। এই নথির মাধ্যমে ধারক ব্যক্তি সময়সীমাহীনভাবে যুক্তরাজ্যে বসবাস, কাজ ও প্রবেশের পূর্ণ অধিকার ভোগ করতে পারেন। সাধারণত নির্দিষ্ট কমনওয়েলথ নাগরিক এবং দ্বৈত নাগরিকত্বধারী ব্রিটিশ নাগরিকদের এই সার্টিফিকেট প্রদান করা হয়।

তবে COE-এর একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। এটি শুধুমাত্র সংশ্লিষ্ট পাসপোর্টের মেয়াদ পর্যন্ত বৈধ থাকে। পাসপোর্ট নবায়ন হলে পুনরায় নতুন COE-এর জন্য আবেদন করতে হয়। ২০২৬ সাল অনুযায়ী এই সার্টিফিকেটের আবেদন ফি নির্ধারিত হয়েছে ৫৮৯ পাউন্ড।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব দ্বৈত নাগরিক ব্রিটিশ বা আইরিশ পাসপোর্ট বহন করেন না, তাদের ক্ষেত্রে COE ছাড়া যুক্তরাজ্যে প্রবেশ করলে এয়ারলাইন্স ক্যারিয়ার ফাইন, যাত্রী বোর্ডিংয়ে বাধা কিংবা সীমান্তে প্রবেশ বিলম্বের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে সংশ্লিষ্ট যাত্রীদের আগেভাগেই প্রয়োজনীয় নথি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ইমিগ্রেশন বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে দ্বৈত নাগরিকদের জন্য এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি—তারা ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করবেন, নাকি সময় ও খরচ সাপেক্ষে সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট সংগ্রহ করবেন। অন্যথায়, যুক্তরাজ্য ভ্রমণে অপ্রত্যাশিত জটিলতার মুখে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আবেদনের জন্য পোর্টাল official GOV.UK Right of Abode portal.

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু হতে যাচ্ছে

গুরুতর আর্থিক সংকটে এসেক্স বিশ্ববিদ্যালয়: সাউথএন্ড ক্যাম্পাস বন্ধ, ৪০০ চাকরি বাতিল

ভিসা বিলম্বের কারণে ব্রিটিশদের ভারত ভ্রমণ ব্যাহত