TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পাখির কলরব, মানুষের অনুপস্থিতিঃ যুক্তরাজ্যের ‘সবচেয়ে নিঃসঙ্গ’ চাকরির জন্য লোক নিয়োগ

স্কটল্যান্ডের উত্তর-পশ্চিম হাইল্যান্ডসের জনমানবহীন হান্ডা দ্বীপে ছয় মাসের জন্য একজন রেঞ্জার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কটিশ ওয়াইল্ডলাইফ ট্রাস্ট। সম্পূর্ণ নির্জন এই দ্বীপে কাজের সুযোগকে ইতোমধ্যে যুক্তরাজ্যের ‘সবচেয়ে নিঃসঙ্গ’ চাকরি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

 

প্রতি বসন্তে হান্ডা দ্বীপে হাজার হাজার সামুদ্রিক পাখির আগমন ঘটে। দ্বীপটির বালুকাপাথরের খাড়া পাহাড় গিলিমট, রেজরবিল ও গ্রেট স্কুয়ার মতো বিরল প্রজাতির পাখির প্রজননের জন্য আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। গ্রীষ্মকালজুড়ে এসব পাখি আশপাশের সমৃদ্ধ সাগরে খাবার সংগ্রহ করে।

চাকরির দায়িত্বের মধ্যে রয়েছে দ্বীপের বন্যপ্রাণী সংরক্ষণ, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে বিভিন্ন কাজের কর্মসূচি বাস্তবায়ন। প্রতিবছর প্রায় ৮ হাজারের বেশি পর্যটক হান্ডা দ্বীপে আসেন, যাদের নিরাপত্তা ও অভিজ্ঞতা নিশ্চিত করাও রেঞ্জারের অন্যতম কাজ।

হান্ডা দ্বীপে মানুষের স্থায়ী বসবাস শেষ হয় উনিশ শতকে। এরপর থেকে দ্বীপটি সামুদ্রিক পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। দ্বীপের উপকূল থেকে প্রায়ই তিমি ও বাস্কিং শার্ক দেখা যায়, যা এলাকাটির সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

স্কটিশ ওয়াইল্ডলাইফ ট্রাস্ট প্রতি বছর স্বেচ্ছাসেবকদের হান্ডায় কাজের সুযোগ দেয়। আগের স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, অফ-গ্রিড জীবনযাপন ও সীমিত মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে। অনেকেই একে ‘সহজ জীবনের আনন্দ’ আবিষ্কারের সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।

দ্বীপটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও সেখানে পৌঁছাতে মূল ভূখণ্ডের টারবেট থেকে মাত্র দশ মিনিটের একটি ছোট ফেরি সার্ভিস ব্যবহার করতে হয়। তবে কাজের বাস্তবতা সহজ নয়—কাপড় ধোয়া ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য প্রতি সপ্তাহে নৌকায় করে মূল ভূখণ্ডে যেতে হয়।

চাকরির বিজ্ঞপ্তিতে কাজটিকে শারীরিকভাবে পরিশ্রমসাধ্য বলা হলেও একই সঙ্গে একে ‘অত্যন্ত তৃপ্তিদায়ক’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজের জন্য নির্ধারিত বার্ষিক বেতন ২৬,১১২ পাউন্ড।

নির্জনতা, প্রকৃতি ও বন্যপ্রাণীর মাঝে কাজ করতে আগ্রহীদের জন্য হান্ডা দ্বীপের এই রেঞ্জার পদকে বিরল ও ব্যতিক্রমী সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে যৌন নির্যাতনের শিকার হয়েছে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর এসাইলামসিকার

নিউজ ডেস্ক

“ইউরোপের গুয়ানতানামো” হয়ে উঠছে সিরিয়ার ক্যাম্পসমূহ—তীব্র সমালোচনায় যুক্তরাজ্যের নীতি

যুক্তরাজ্য ইউরোপীয় বাণিজ্য অঞ্চলে যোগ দিতে পারেঃ যুক্তরাজ্যের বানিজ্য সচিব