13.9 C
London
October 8, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানীর শাহীনবাগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ে আলোচনাও হয়েছে।

ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে গত ১৫ ডিসেম্বর বৈঠক করেন সেদেশের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে পিটার হাসের সঙ্গে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

 

সূত্র জানায়, ওই বৈঠকে শাহীনবাগের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের বিষয়টি সেখানে জানানো হয়।

 

গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বেশ অসন্তোষও প্রকাশ করেন। তিনি তখনই পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানান।

 

১৮ ডিসেম্বর ২০২২
সূত্র: বাংলানিউজ

আরো পড়ুন

এনএইচএস-এর কর্মী সংকটে কার্ডিয়াক ও ক্যান্সার অপারেশন বিলম্বিত

অনলাইন ডেস্ক

‘বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণ বন্ধই থাকবে’

অনলাইন ডেস্ক

নতুন করে লকডাউনের ইঙ্গিত দেখছেন না বরিস জনসন

অনলাইন ডেস্ক