TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে সর্বনিম্ন ৫% ডিপোজিটে মর্গেজের সুযোগ

যুক্তরাজ্যের ২০২১ সালের বাজেটে প্রপার্টি বায়ারদের সহায়তার জন্য সর্বনিম্ন ৫ শতাংশ ডিপজিটে মর্গেজের গ্যারান্টি দিচ্ছে সরকার।

 

সংবাদ মাধ্যম ট্রেজারিতে বলা হয়েছে, সরকার ঋণদাতাদের উত্সাহ দেওয়ার জন্য ৯৫ শতাংশ মর্গেজ ফিরিয়ে আনার জন্য এই ঘোষণা দিয়েছে। মহামারিতে “কার্যত নিখোঁজ” হয়ে যাওয়া ক্রেতাদের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

 

চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, অর্থনীতিতে মহামারির প্রভাব থেকে জনসাধারণকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর।

 

সরকার এই আর্থিক বছরে ২৭১ বিলিয়ন পাউন্ড ঋণ নিয়েছে। এটি জাতীয় ঋণকে ২.১৩ ট্রিলিয়ন পাউন্ডে ঠেলে দিয়েছে।

 

মহামারির সময় সরকারের অর্থনৈতিক প্রতিক্রিয়া ব্যাখ্যা করে ঋষি সুনাক ফিনান্সিয়াল টাইমসকে বলেন, বাজেটে আরো অনেক কিছু আসবে। আমরা একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তিনি আরো যোগ করেন, এই সঙ্কটের মধ্য দিয়ে ব্রিটিশ জনগণের সুরক্ষার জন্য যা কিছু করা দরকার আমি তা করব এবং আমি তাতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।

 

প্রাক্তন কনজারভেটিভ চ্যান্সেলর লর্ড ক্লার্ক ঋষি সুনাককে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ন্ত্রণে আনার জন্য কর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, মূল্যস্ফীতি ফিরে আসার আগে যদি আমরা তা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমরা আর্থিক সংকটের মুখোমুখি হব।

 

সূত্র: বিবিসি
২৭ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

লন্ডনে পিএইচডি ছাত্র ঝেনহাও ঝৌয়ের বিরুদ্ধে ধর্ষণের দ্বিতীয় দফা বিচার শুরু হতে যাচ্ছে

দক্ষিণ ইংল্যান্ডে বন্যায় যোগাযোগে অসুবিধা

অনলাইন ডেস্ক

তৃতীয় দেশ ইস্যুতে ইটালির পথেই কি হাঁটছে যুক্তরাজ্য?