8.9 C
London
January 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

‘ঝগড়া’ মিটমাট করতে একান্তে সাক্ষাত করবেন ডায়ানার দুই ছেলে

প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি একটি প্রাইভেট মিটিংয়ের এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তাদের প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে মূর্তি উন্মোচন অনুষ্ঠানের পর নিজেদের মধ্যকার ‘ভুল বোঝাবুঝি’ মিটমাট করতে একান্তে দেখা করবেন দুই ভাই।

 

ডেইলি টেলিগ্রাফ জানায়, ডিউক অব কেমব্রিজ এবং ডিউক অব সাসেক্স মুখোমুখি বসবেন এবং তাদের মধ্যকার সম্পর্ককে কলঙ্কিত করে এমন সমস্ত ভুল বোঝাবুঝি পরিষ্কার করবেন।

 

একটি অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে রেশারেশি চললেও ডিউক অব এডিনবার্গের শেষকৃত্য অনুষ্ঠানে তা কাউকে বুঝতে দেননি। এখন তারা বুঝতে পেরেছেন এই ঝগড়াটি তাদের নিজেদের নিয়ে নয়।

 

আগামী বৃহস্পতিবার (১ জুলাই) প্রিন্সেস অব ওয়েলসের ৬০তম জন্মবার্ষিকী। এদিন ডায়ানার জন্য মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন তার দুই ছেলে।

 

৩০ জুন ২০২১
এনএইচ

আরো পড়ুন

আকস্মিক বন্যার কবলে লন্ডন, বাইরে বের হওয়ার ব্যাপারে সতর্কতা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক কোভিড সনাক্ত, মৃত্যু ৪১

অনলাইন ডেস্ক

মঙ্গলে অভিযানে যাওয়ার চেয়ে টিকায় বিনিয়োগ ভালো: বিল গেটস

নিউজ ডেস্ক