6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য প্রধানমন্ত্রী নতুন রুয়ান্ডা স্কিম নিয়ে নতুন চাপে পড়েছেন

ঋষি সুনাক টোরি সাংসদদের দ্বারা নতুন চাপের মুখোমুখি হচ্ছেন। যারা অভিবাসন সীমাবদ্ধ করার বিষয়ে ক্রিসমাসের আগেই দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে নতুন পলিসি দেওয়ার দাবি জানিয়েছেন।

ডানপন্থী কমনসেন্স গ্রুপের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে আইনী পদ্ধতিতে মাইগ্রেশনের সংখ্যাকে কমানোর ব্যাপারে চাপ প্রয়োগ করে যাচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। রুয়ান্ডা বিল আদালত কর্তৃক প্রত্যাখান হবার পর ভবিষ্যতে অবৈধ অভিবাসন বন্ধ কঠিন হবে বলে মনে করে প্রেসার গ্রুপ।

প্রেসার গ্রুপের চাপ আসার মূল কারণ নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর অযাচিত মন্তব্য বলে মনে করেন বিশ্লেষকেরা। নতুন স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছিলেন তিনি হতাশ বর্তমান ইমিগ্রেশন পরিস্থিতি নিয়ে। যদিও ইমিগ্রেশন মন্ত্রী রবার্ট জেনরিক, স্বরাষ্ট্রসচিব জেমস ক্লিভারলিকে সমর্থন জানিয়েছেন।

জেনরিক দৃঢ়প্রতিজ্ঞ অভিবাসন নীতি নিয়ে, তিনি জানান রুয়ান্ডা স্কিমটি সরকারের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর সরকারের নতুন চুক্তি করা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে তবে তা ক্রিসমাসের আগে সম্ভব নাও হতে পারে৷

প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, ” রুয়ান্ডা স্কিম নিয়ে নতুন চুক্তি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পাদনের সম্ভাবনা রয়েছে।”

উল্লেখ্য যে, কনজারভেটিভ সরকারের উপর নেট মাইগ্রেশন কমিয়ে আনার চাপ রয়েছে। ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় করে অবৈধ আশ্রয়প্রার্থী এই চাপ মোকাবেলায় সরকার ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৮ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে ২২ হাজার কর্মী নিয়োগ দেবে সেইনসবারি’স

ইমিগ্রেশন ওয়াচডগের প্রধান পরিদর্শককে বরখাস্ত করল যুক্তরাজ্য সরকার

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে টাইপ ১ ডায়াবেটিস আক্রান্তদের কৃত্রিম অগ্ন্যাশয় দিবে এনএইচএস