16.1 C
London
September 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অক্সফোর্ড মসজিদের দরজায় শূকরের মাংস ও পতাকা

যুক্তরাজ্যের সেন্ট্রাল অক্সফোর্ড মসজিদ হেইটক্রাইমের শিকার হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ১৯ আগস্ট ভোরবেলায় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা মসজিদের এক দরজার সামনে শূকরের মাংস ফেলে রাখে এবং অন্য এক দরজায় ইসরাইলের পতাকা আটকায়।

ইসলাম ধর্ম অনুযায়ী শূকরের মাংস হারাম। তাই এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের জন্য স্পষ্টতই উস্কানিমূলক ও কষ্টদায়ক। স্থানীয় মুসল্লিদের জন্য এটি ছিল এক ধরণের মানসিক আক্রমণ, যদিও নিয়মিত নামাজ ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু রাখা হয়েছে।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মসজিদটি পাহারায় রাখে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এটি একটি পরিকল্পিত উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করেই করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত চলছে এবং আশেপাশের এলাকায় থাকা সিসিটিভি বা অন্য কোনো ফুটেজ থাকলে তা তাদের কাছে জমা দেওয়ার জন্য জনগণের সহায়তা চাওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৯ আগস্ট ২০২৫

আরো পড়ুন

এবার ওমিক্রনের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হেলিকপ্টার দুর্ঘটনায় স্বস্ত্রীক নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বাড়ি ভাড়া