কোভিড পরীক্ষার জন্য নয় দিন কোয়ারেন্টাইনে থেকে অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে আগত ভ্রমণকারীরা।
যুক্তরাজ্যের “লাল তালিকার” অন্তর্ভুক্ত নয় এমন দেশ থেকে আগত ভ্রমণকারীদের ২২০ পাউন্ড খরচ করে টেস্টিং কিট কিনতে হচ্ছে। পরীক্ষা না করলে ২ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন তারা।
সরকারের একজন মুখপাত্র বলেছেন, টেস্টিং কিট বিতরণ নিয়ে কোনো সমস্যা নেই। গ্রাহকদের ভ্রমণের আগেই সঠিক বিবরণ দেখে নেওয়া উচিৎ বলে তারা পরামর্শ দিয়েছে।
তবে বেশ কয়েকজন যাত্রী বিবিসিকে জানিয়েছেন, টেস্টিং কিটের অর্ডার দেওয়ার পরেও তারা সঠিক সময়ে সেগুলো পাননি।
কোভিড টেস্টিং কিট সরবরাহকারী কর্পোরেট ট্র্যাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) এর সোশ্যাল মিডিয়া পেইজে ডেলিভারি বিলম্বের বিষয়ে অভিযোগকারীরা মন্তব্য করেছেন, খুবই হতাশাজনক।
কাজের জন্য মস্কো থেকে যুক্তরাজ্যে আসেন ইউরি বাবিন নামের এক ভ্রমণকারী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তিনি আসার পর করোনা পরীক্ষার কিট কিনেছিলেন। অর্ডার নিশ্চিতের একটি ইমেল পেলেও পাঁচ দিন ধরে অপেক্ষার পরেও সেটি তার হাতে পৌঁছায়নি।
আরো অনেকেরই একই সমস্যা হয়েছে বলে জানা যায়। যাদের পরীক্ষার কিট পেতে দেরি হচ্ছে তাদেরকে ১১৯ নাম্বারে কল করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: বিবিসি
৩ মার্চ ২০২১
এসএফ