TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কোভিড লোনে বাড়ি কিনে জেলে মোহাম্মদ রশিদজাদেহ

যুক্তরাজ্যে কোভিড মহামারির সময় সরকার সমর্থিত বাউন্স ব্যাক লোনের অপব্যবহার করে বাড়ি কেনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন মোহাম্মদ রশিদজাদেহ (৩৪)। লিডস ক্রাউন কোর্ট তাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, রশিদজাদেহ জুন ২০২০ সালে তার Cozy Bed Ltd নামক কোম্পানির জন্য £৫০,০০০ বাউন্স ব্যাক লোন নিয়েছিলেন। কিন্তু ব্যবসা চালানোর পরিবর্তে তিনি কয়েক দিনের মধ্যেই অর্থ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেন এবং হাডার্সফিল্ডের আলমন্ডবারি এলাকায় তিন বেডরুমের একটি সেমি-ডিটাচড বাড়ি কেনায় ব্যয় করেন।

ফান্ড পাওয়ার মাত্র আট দিন পর তিনি কোম্পানি বন্ধ করার আবেদনও করেন Companies House-এ, তবে ঋণ প্রদানকারী ব্যাংককে কিছু জানাননি। তার বিরুদ্ধে Fraud Act এবং Companies Act এর অধীনে মামলা হয়।

ইনসলভেন্সি সার্ভিসের প্রধান তদন্তকারী মার্ক স্টিফেনস বলেন, “রশিদজাদেহ প্রথমেই সরকারি সহায়তার অর্থকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। এরপর ঋণদাতাদের গোপন রেখে কোম্পানি বন্ধ করার চেষ্টা করেছেন, যা কর্পোরেট ব্যবস্থার প্রতি আঘাত।”

কোম্পানির রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে প্রতিষ্ঠিত Cozy Bed Ltd এর একমাত্র পরিচালক ছিলেন তিনি। লোন আবেদন করার সময় তিনি কোম্পানির বার্ষিক আয় £২০৩,০০০ বলে ঘোষণা দেন। কিন্তু বাস্তবে অর্থ পাওয়ার দুই দিনের মাথায় আইনজীবীদের মাধ্যমে £১১৬,০০০ মূল্যে বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেন। মাস শেষ হওয়ার আগেই পুরো £৫০,০০০ ব্যবসার অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত খাতে চলে যায়।

অক্টোবর ২০২০-এ কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় এবং কোনো ঋণ পরিশোধ করা হয়নি। পরে ২০২১ সালের আগস্টে তিনি সেই বাড়িও বিক্রি করেন।

ইনসলভেন্সি সার্ভিস জানিয়েছে, তারা Proceeds of Crime Act 2002 এর আওতায় অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে। সরকারি সহায়তা স্কিমে এই ধরনের প্রতারণা রুখতে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংস্থা জানিয়েছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
২৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য ও ফ্রান্স আশ্রয়প্রার্থীদের বিনিময় নিয়ে আলোচনা

যুক্তরাজ্যে ১৮ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের ডাক

কারাবন্দি সারা শরিফের বাবা ‘মনস্টার ম্যানশনে’ স্থানান্তরিত