চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের NHS-এর পক্ষ থেকে চোখ পরীক্ষা, প্রেসক্রিপশন ওষুধ, দাঁতের চিকিৎসা, চশমা, চিকিৎসা সহায়ক কাপড় এবং এমনকি কৃত্রিম চুল (উইগ) বিনামূল্যে প্রদান করা হচ্ছে—এমন একটি সরকারি চিঠি ফাঁস হতেই জনমনে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে।
ডার্বির এক আশ্রয় হোটেলের বাইরে ফেলে যাওয়া NHS-এর ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, হোটেলে থাকা এক অভিবাসী ও তার সঙ্গী এসব সুবিধা পেতে পারেন।
স্থানীয় অবসরপ্রাপ্ত শ্রমিক পল ডেভিস (৬৭) বলেন, “আমাকে নিজের দাঁতের চিকিৎসা ও প্রেসক্রিপশনের জন্য টাকা দিতে হয়, অথচ ওরা সব পাচ্ছে একেবারে ফ্রি। এটা অন্যায়।”
সামাজিক মাধ্যমে ক্ষোভ আরও বেড়ে যায়, যখন এক অভিবাসীকে ডিঙ্গি নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় মোবাইলে সেলফি তুলতে দেখা যায়। ডিঙ্গিতে থাকা অন্তত ৫০ জন অভিবাসীর মধ্যে ওই ব্যক্তি লাইফজ্যাকেট পরে সামনে দাঁড়িয়ে বিজয়ের ভঙ্গি করছিলেন।
রোববার একদিনেই ৫৮৫ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছে। এর ফলে চলতি বছরের মোট আগমন সংখ্যা ১৯,০০০ অতিক্রম করেছে। অনেককে ‘V’ সাইন দেখাতে দেখা গেছে, যা নিয়ে জনমনে ক্ষোভ আরও ঘনীভূত হয়েছে।
রিফর্ম পার্টির এমপি লি অ্যান্ডারসন বলেন, “এটা স্পষ্ট যে অভিবাসীরা নির্লজ্জভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। এটা জাতির প্রতি অবমাননা।”
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি সপ্তাহেই অভিবাসী আগমনের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে যেতে পারে। সরকারি বরাদ্দের মধ্যে NHS যেভাবে অভিবাসীদের জন্য এই সুবিধাগুলো নিশ্চিত করছে, তা নিয়ে স্থানীয় নাগরিকদের মধ্যে অসন্তোষ দিন দিন বাড়ছে।
সূত্রঃ দ্য সান
এম.কে
০১ জুলাই ২০২৫