9.6 C
London
April 24, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি

তাপপ্রবাহের ২৬ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা দেখামাত্রই সতর্কতা জারি করেছে ব্রিটেন। জুন মাসের শেষ সপ্তাহে নাগাদ যুক্তরাজ্যে তাপমাত্রা ২৬ ডিগ্রিতে পৌঁছোবে বলে সতর্ক করেছে আবহাওয়া পূর্বাভাস। সেই কারণে ইতিমধ্যেই একটি তাপপ্রবাহের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে।

ব্রিটেনের সংবাদপত্র দ্য মিরর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্রিটেনের তাপমাত্রা ২৬ ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং তাপপ্রবাহের প্রাদুর্ভাব দেখা যাবে। এই টুইটার পোস্টে বলা হয়েছিল যে ইংল্যান্ডের পাঁচটি শহর সবচেয়ে বেশি উষ্ণ হয়ে উঠবে যাদের মধ্যে লন্ডন অন্যতম।

উল্লেখ্য যে, ব্রিটিশদের জন্য হঠাৎ করে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়া অস্বস্তিকর হতে পারে। বিশেষ করে আর্দ্রতার মাত্রা বাড়তে পারে বলে অস্বস্তি বেশি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্রঃ দ্য মিরর

এম.কে
২৪ জুন ২০২৪

আরো পড়ুন

এক ডজন রিফর্ম ইউকে কাউন্সিলরের একযোগে পদত্যাগ

‘ঈদ মোবারাক’ লেখা লাইটে সাজল পূর্বলন্ডনের বাংলা টাউন

যুক্তরাজ্যের রেকর্ড সংখ্যক স্ট্রিমিং সাবস্ক্রিপশন বাতিল

অনলাইন ডেস্ক