TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ শুরু হবে আগামী সপ্তাহে

আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্য জুড়ে কোভিডের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। ব্রিটিশ সরকারের ভ্যাকসিন বিষয়ক পরামর্শক জেসিভিআই জানিয়েছে, যুক্তরাজ্যের ৩০ মিলিয়ন লোককে এই তৃতীয় ডোজ ভ্যাকসিনের আওতায় নেয়া হবে।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ দেওয়া হবে এবং এ জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রস্তাব করা হয়েছে। ৫০ বছরের বেশি বয়সী লোকেদের এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্ট লাইনকর্মীদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

 

ইংল্যান্ডে কোভিড মোকাবেলায় শরত ও শীতকালীন পরিকল্পনার অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ।

 

এদিকে স্কটল্যান্ডও এক সপ্তাহের মধ্যে বুস্টারডোজ দেওয়া শুরু করবে বলে জানিয়েছেন ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন।

 

১৫ সেপ্টেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

যাত্রী ছাড়াই পাঁচ মাস চলবে ম্যাঞ্চেস্টার–লন্ডন ট্রেন

যুক্তরাজ্যে বাড়ির বাজারে ধাক্কাঃ দক্ষিণাঞ্চলে প্রথমবার দামের পতন, কর-আতঙ্কে লেনদেন কমেছে

যুক্তরাজ্যের লুটনের ‘বার্বি’ অভিনেতা রমজান মিয়া ঢাকায় আসছেন