সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। যুবাদের এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট জিতলো তারা।
কাটল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অধরা শিরোপা ঘরে তোলার আক্ষেপ। আরব আমিরাতকে রেকর্ড ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপার স্বাদ নিল জুনিয়র টাইগাররা।
২০২০ সালে এই অনূর্ধ্ব-১৯ দলই বাংলাদেশকে দিয়েছিল প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপার স্বাদ। এবারে তাদের হাত ধরেই ঘরে এলো এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট।
বাংলাদেশের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারুফ-বর্ষণের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। আর তাতেই রেকর্ড ১৯৫ রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুটাই কেবল ছিল আরব আমিরাতের। প্রথম ১০ ওভার কেবল তারা ঘরের মাঠে ধরে রাখতে পেরেছে নিজেদের দাপট। এরপর সময়ের পরিক্রমায় সেই দাপট ক্রমেই ম্লান হতে থাকে।
পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেটের খরচায় কেবল ২৭ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হলেও ১৩ ওভারেই দলীয় সংগ্রহ ৫০ রানে নিয়ে যায় বাংলাদেশ। মূলত একাদশ ওভার থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। বোলিংয়ে বাংলাদেশ দলের তোপের মুখে দাঁড়াতেই পারেনি আরব আমিরাতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।
এম.কে
১৭ ডিসেম্বর ২০২৩