8.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
বিনোদনশীর্ষ খবর

লালকেল্লা এবং তাজমহল গুঁড়িয়ে ফেলার কথা বলে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ

আগামী ৩ মার্চ জি ফাইভে মুক্তি পেতে চলেছে নাসিরুদ্দিন শাহ অভিনীত ওয়েব সিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড।’ সেখানে আকবরের চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। সেই সিরিজের প্রসঙ্গ উঠতেই মোঘল সাম্রাজ্য নিয়ে এ হেন মন্তব্য করতে শোনা গেল অভিনেতাকে।

নাসিরুদ্দিন শাহ বলেন, “ইদানিং বেশিরভাগ সময়ই ভারতের ইতিহাসকে ভুলভাবে ব্যাখা করা হচ্ছে। বহুদিন ধরেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় ইতিহাসে মোঘলদের খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে।” এরপরই বলিউড অভিনেতার সংযোজন, “মোঘলদের কাজকে অতিরঞ্জিত

 

করার যেমন দরকার নেই, তেমনি তাঁদের ভিলেন সাজানোরও প্রয়োজন নেই।”

নাসিরুদ্দিন শাহের কথায়, “বলা হচ্ছে মোঘলরা যা করছেন তা সবটাই খারাপ। ইতিহাস একেবারেই ভুলভাবে ব্যাখা করা হচ্ছে। আমার মতে, যদি মোঘলদের সবকিছুই যদি খারাপ হয়, তাহলে তাজমহল এবং লালকেল্লা গুঁড়িয়ে দেওয়া হোক।

প্রসঙ্গত, কয়েকমাস আগে ‘কচ্ছ এক্সপ্রেস’-এর প্রচার অনুষ্ঠানে নাসিরুদ্দিন শাহর স্ত্রী রত্না পাঠক ‘ বলেন, “আজকাল নাসিরুদ্দিনকে কোনও রকম মন্তব্য করতে দিই না। কে জানে কোন মন্তব্য থেকে কোন বিপদ চলে আসে। অশান্তি ভাল লাগে না। দেশে হিংসার যে পরিমণ্ডল দেখতে পাচ্ছি, কেউ বাড়িতে এসে পাথর ছুঁড়ে মারতে পারে। কিছুই অসম্ভব নয়।”

এম.কে
২৭ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

লন্ডনে স্বস্তিকাযুক্ত ইসরায়েলের পতাকা টানিয়ে এক ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছে মেক্সিকোর কয়েক হাজার অ্যাসাইলামপ্রার্থী

যুক্তরাজ্যে পারমাণবিক বর্জ্য ডিসপোজালের পরিকল্পনা নিয়ে বিতর্ক