যুক্তরাজ্যে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রথম করোনা ভাইরাস ধরা পরে। কিন্তু সমারসেটে প্রথম করোনা ভাইরাস রেকর্ড করা হয়েছিল ঠিক এক বছর আগে, ২০২০ সালের ৬ মার্চ।
এই মুহূর্তে করোনা ভাইরাস মহামারি আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই প্রথম করোনা ভাইরাস নিশ্চিত করার পরে এই পর্যন্ত তিনটি পৃথক লকডাউন, একটি প্রথম তরঙ্গ, ধীরে ধীরে পুনরায় লকডাউন খোলা, এর পরে দ্বিতীয় তরঙ্গ, দুটি অনুমোদিত ভ্যাকসিন এবং একটি রোডম্যাপের মধ্য দিয়ে চলেছে ব্রিটেনবাসী।
যুক্তরাজ্যে প্রথম ভাইরাসটির নিশ্চিত হওয়ার ঘটনাটি ঘটে ২৯ জানুয়ারি ২০২০। ইয়র্কের একটি হোটেলে উঠে ছিলেন ২৩ বছর বয়সী চীনের একজন নাগরিক। তিনি হঠাৎ অসুস্থ হয়ে যান এবং পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে এই ভাইরাস সনাক্ত করা হয়।
পরে মার্চ মাসে জনস্বাস্থ্য ইংল্যান্ড নিশ্চিত করে, সমারসেটে এক জনের থেকে থেকে চারজনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
১০ মার্চ ইউ কে জুড়ে মোট ৩৭৩ জনের ভিতরে ভাইরাসটি পাওয়া যায়।
যুক্তরাজ্য জুড়ে ভাইরাসে আক্রান্তের ঘটনা ও মৃত্যুর সংখ্যা কয়েক সপ্তাহে ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার পরে মার্চ মাসের শেষের দিকে প্রথম জাতীয় লকডাউন নিশ্চিত হয়।
সূত্র: সমারসেট লাইভ
৬ মার্চ ২০২১
এসএফ