ইংল্যান্ডে বসবাসরত পরিবারগুলোর জন্য কঠোর নিয়ম চালু করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ৮ সপ্তাহের বেশি সময় দেশের বাইরে থাকলে চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যাবে।
ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) জানিয়েছে, এই নিয়মের মাধ্যমে ভাতা কেবল সেই পরিবারগুলো পাবে যারা প্রকৃতপক্ষে যুক্তরাজ্যে বসবাস করছে। এর ফলে নিয়মিতভাবে বিদেশে দীর্ঘ সময় অবস্থানকারীরা এই সুবিধা আর দাবি করতে পারবেন না।
সরকার বলছে, চাইল্ড বেনিফিটের মূল উদ্দেশ্য হলো যুক্তরাজ্যে বসবাসরত শিশুদের সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু যারা দীর্ঘ সময় দেশের বাইরে থাকেন, তারা এ সুবিধার আওতায় পড়েন না। তাই নির্ধারিত সময়ের বেশি বিদেশে থাকলে সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়ম অভিবাসী পরিবারগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অনেক পরিবার দীর্ঘমেয়াদি ভ্রমণ বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে গেলে ভাতা হারানোর ঝুঁকিতে পড়বে।
অন্যদিকে সমালোচকরা বলছেন, নিয়মটি বাস্তবে শিশুদের কল্যাণের বদলে পরিবারগুলোকে আর্থিক চাপে ফেলবে। তবে সরকার জোর দিয়ে বলছে, নীতির উদ্দেশ্য হলো সুবিধার অপব্যবহার রোধ করা এবং কেবল যুক্তরাজ্যে বসবাসরত পরিবারগুলোকে সহায়তা দেওয়া।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৩ আগস্ট ২০২৫