8.7 C
London
May 4, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আইনি পর্যালোচনার আগেই প্রীতি প্যাটেলের পুশব্যাকনীতি প্রত্যাহার

উচ্চ আদালতে আইনি পর্যালোচনার আগেই সরকারিভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে প্রীতি প্যাটেলের শরণার্থী পুশব্যাকনীতি।

 

সরকারের আইন বিভাগ রোববার একটি চিঠিতে স্বীকার করেছে যে ডিঙ্গিতে থাকা লোকদের ফ্রান্সে ফেরত পাঠানোর পরিকল্পনাটি পরিত্যাগ করা হয়েছে।

 

এখন চ্যানেলে উদ্বাস্তুদের বাছাই করার দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এই কাজের অনুমোতি নেই এমন বিজ্ঞতি পেয়েছে প্রীতি প্যাটেলের কর্মকর্তারা।

 

বর্ডার ফোর্স কর্মকর্তাদের ইউকে জলসীমায় থাকা অভিবাসীদের জাহাজ বা নৌকা থামাতে এবং জোরপূর্বক ফ্রান্সে ফেরত পাঠানোর অনুমোতি দেবে এমন একটি নীতি এনেছিল হোম অফিস।

 

সলিসিটর জেনারেলের পক্ষে স্বাক্ষরিত চিঠিটিতে বলা হয়েছে, মামলাটি আর এগোবেনা।

 

চিঠিতে বলা হয়েছে, “২০ এপ্রিল ২০২২ এর আগে স্বরাষ্ট্র দফতরের কর্মকর্তাদের জন্য রাজ্য সচিবকে অবহিত করা একটি সামরিক আদেশের ফলস্বরূপ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই টার্নঅ্যারাউন্ড কৌশল ব্যবহারের অনুমতি নেই।”

 

এতে আরও বলা হয়েছে, যদি ভবিষ্যতে টার্নঅ্যারাউন্ড কৌশল ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এটি সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলি সম্পূর্ণভাবে বিবেচনার পরেই হবে।

 

২৫ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের বাজেটে বৈদেশিক সাহায্য কমায় মৃত্যুর ঝুঁকিতে হাজারো মানুষ

নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে সহিংস দেশ মিয়ানমার, বাংলাদেশ ২২তম