10.5 C
London
March 28, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

টানা তিনদিন ধরে সুইডেনে বিক্ষোভ

ইসলামবিরোধী অতি-ডানপন্থী রাজনৈতিক দল ডেনিশ স্ট্রাম কুর্স পার্টির পবিত্র কুরআন পোড়ানোর অভিযোগে অস্থিরতার সৃষ্টি হয়েছে সুইডেনে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর মালামো থেকে ৪৩ কিলোমিটার দূরের ল্যান্ডসক্রোনা শহরের এ বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে শতাধিক যুবক পাথর ছুড়েছে এবং গাড়ি, টায়ার ও ডাস্টবিনে আগুন দিয়েছে। গার্ডিয়ান, এএফপি।

 

বিবিসি জানায়, শনিবার রাতে মালমো শহরে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত এবং এর নেতৃত্ব দেন রাসমুস পালুডান নামের একজন উগ্রপন্থী।

বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং অনেকে পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে।

সুইডেনের আরও কয়েকটি শহরেও বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে।

অন্তত ১৬ জন পুলিশ অফিসার আহত হয়েছেন এবং পুলিশের কিছু গাড়ির ক্ষতি করা হয়েছে। স্টকহোমের উপকণ্ঠে এবং লিনকোপিন এবং নরকোপিন শহরেও উগ্র দক্ষিণপন্থীদের মিছিলের পর গোলযোগ হয়েছে।

https://twitter.com/CatNamedEric/status/1515733520517369865

১৮ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

স্বাধীনতা পুরস্কার পেলেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

৫৫০ মিলিয়ন পাউন্ডে রফা ইউকের সবচেয়ে আলোচিত ডিভোর্স কেস

রুয়ান্ডায় আশ্রয়প্রার্থী স্থানান্তর: শীর্ষ আদালতের রায়ের পরেও থামছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী