3.5 C
London
April 25, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার তিন সন্তান ও তার প্রতিষ্ঠানের বিপক্ষে এই অভিযোগ আনেন। লোন ও অন্যন্য সুবিধা পেতে ট্রাম্প তার সম্পত্তির তথ্য গোপন করেছেন এ অভিযোগে মামলা করা হয়েছে বলে জানায় বিবিসি।

 

ম্যানহাটনের আদালতে করা মামলায় বলা হয়েছে, ট্রাম্প অর্গানাইজেশন ২০১১-২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের সম্পত্তির বিবরণীতে ‘অসংখ্য প্রতারণা ও মিথ্যা তথ্য প্রদান করেছে।’

 

তাছাড়া ট্রাম্প অর্গানাইজেশন, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প এবং তার মেয়ে ইভানকা ট্রাম্পকে আসামী করা হয়েছে।

 

মামলার ব্যাপারে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমস টুইটে বলেছেন, লোন ও অন্যন্য সুবিধা পেতে ট্রাম্প তার ছেলেমেয়েদের ব্যবহার করে কয়েক বিলিয়ন ডলারের তথ্য গোপন করেছেন।

 

তিনি আরও লিখেছেন, নিজের জন্য বড় অর্থনৈতিক সুবিধা পেতে ট্রাম্প নিজে মিথ্যা বলেছেন।

 

এদিকে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা তথ্য গোপন ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন। তাছাড়া ট্রাম্প অর্গানাইজেশন বলেছে, এসব অভিযোগ ভিত্তিহীন।

 

২২ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

 

 

আরো পড়ুন

ইউরোপীয় ইউনিয়নে ফেরার দাবিতে লন্ডনে বিক্ষোভ

তাইওয়ান সফর নিয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী প্রশ্নের মুখে

পাব-রেস্তোরাঁ খোলায় ‘উদযাপনের’ হাওয়া ব্রিটেনে

নিউজ ডেস্ক