TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

প্রতি ৩-৪ সপ্তাহে ১টি করে কোম্পানি কিনেছে অ্যাপল

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল গত ছয় বছরে প্রায় ১০০টির উপর কোম্পানিকে অধিগ্রহণ করেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) শেয়ারহোল্ডারদের সঙ্গে বার্ষিক মিটিংয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এই তথ্য প্রকাশ করেছেন। এর মানে দাঁড়াচ্ছে, প্রতি তিন থেকে চার সপ্তাহে অন্তত একটি করে সংস্থাকে অধিগ্রহণ করেছে অ্যাপল।

অ্যাপল সম্প্রতি তাদের সর্বকালের বৃহত্তম (তিন মাসের হিসেবে) মুনাফা অর্জন করেছে। ২০২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ১১১ বিলিয়ন মার্কিন ডলার।

গত দশকে অ্যাপলের বৃহত্তম অধিগ্রহণটি ছিল বিটস ইলেক্ট্রনিক্স। হেডফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে ৩ বিলিয়ন ডলারে কিনে নেয় অ্যাপল। আরেকটি বড় অধিগ্রহণ ছিল মিউজিক রিকগনিশন সফটওয়্যার কোম্পানি ‘সাজাম’ (৪০০ মিলিয়ন ডলার)।

প্রায়ই, ছোট প্রযুক্তি কোম্পানিকে কিনে তাদের উদ্ভাবনগুলো নিজস্ব পণ্যে অন্তর্ভুক্ত করতে দেখা যায় অ্যাপলকে।

বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের এ ধরনের অধিগ্রহণ ও বিনিয়োগের তালিকা খুবই বৈচিত্র্যময়। গত বছর অ্যাপল বেশকিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্ভাবক কোম্পানি, একটি ভার্চুয়াল রিয়েলিটি ইভেন্ট, একটি পেমেন্ট স্টার্টআপ এবং একটি পডকাস্ট ব্যবসাসহ আরো অনেক কোম্পানি কিনেছে।

স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তিতে বিনিয়োগের উদ্দেশ্যে ২০১৯ সালে ড্রাইভ ডট এআই নামের একটি সেলফ-ড্রাইভিং শাটল ফার্ম কিনেছিল অ্যাপল।

 

২৬ ফেব্রুয়ারি ২০২১
এনএইচ

আরো পড়ুন

মাদকাসক্ত মায়ের অবহেলায় ৭ বছরের শিশুর নিষ্ঠুর মৃত্যু

অনলাইন ডেস্ক

৫ বছরের জন্য ফ্রান্সের অভিবাসন স্থগিতের আহ্বান

অনলাইন ডেস্ক

অভিবাসী ঠেকাতে ইউরোপীয় সীমান্তে কাঁটাতার দিতে চায় অস্ট্রিয়া

নিউজ ডেস্ক