21.7 C
London
July 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভিড় বেড়েছে লন্ডনের প্রপার্টি মার্কেটে

প্রপার্টি বায়ারদের সর্বনিম্ন ৫ শতাংশ ডিপজিটে মর্গেজের গ্যারান্টি দিচ্ছে যুক্তরাজ্য সরকার। এই ঘোষণায় ক্রেতারা ওয়েবসাইটে বাড়ি কেনার জন্য ভিড় করছেন।

 

ক্রেতাদের আগ্রহের কারণে ওয়েব ট্রাফিক বাড়তে দেখা গেছে রিয়েল এস্টেট এজেন্ট, সম্পত্তি বেচা-কেনার সাইট এবং বন্ধকী ব্যবসায়ীদের ওয়েবসাইটে।

 

চ্যান্সেলর ঋষি সুনাক শুক্রবার (৫ মার্চ) ঘোষণা দিয়েছেন, ৫ লাখ পাউন্ড বা তার কম মূল্যের সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটির মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

এছাড়া প্রপার্টি বায়ারদের সহায়তার জন্য সর্বনিম্ন ৫ শতাংশ ডিপজিটে মর্গেজের গ্যারান্টি দিচ্ছে সরকার। সরকার ঋণদাতাদের উত্সাহ দেওয়ার জন্য ৯৫ শতাংশ মর্গেজ ফিরিয়ে আনার জন্য এই ঘোষণা দিয়েছে।

 

পিডব্লিউসির কর অংশীদার আইদন সুতান বলেন, চ্যান্সেলরের নতুন পদক্ষেপের ফলে লকডাউন থেকে বেরিয়ে আসার সাথে সাথে লন্ডনের প্রোপার্টি মার্কেট জেগে উঠেছে। ইতোমধ্যে এর ফল আমরা দেখতে শুরু করেছি।

 

সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড
৬ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

রিফর্ম ইউকে একটি ‘চরম-ডানপন্থী ও বর্ণবাদী দলঃ যুক্তরাজ্যের শিক্ষক ইউনিয়ন

জেলেনস্কিকে মায়ের হাতে তৈরি বরফি খাওয়ালেন সুনাক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় মাদরাসার ছাত্র-শিক্ষকসহ আটক ৪

অনলাইন ডেস্ক