1.4 C
London
November 22, 2024
TV3 BANGLA
শীর্ষ খবর

যুক্তরাজ্যে নতুন করে অপরাধী না ধরার পরামর্শ দেয়া হয়েছে পুলিশ প্রশাসনকে

যুক্তরাজ্যের কারাগারে জায়গার অভাবে নতুন অপরাধী ধরতে ভেবেচিন্তে পদক্ষেপ নেয়ার কথা বলেছে ন্যাশনাল পুলিশ কাউন্সিল। কারাগারে জায়গার অভাবের বিষয়ে নজর রেখে কম গ্রেপ্তার করার বিষয়টি বিবেচনা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়।

ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের (এনপিসিসি) একটি চিঠি চিফ কনস্টেবলদের উদ্দেশ্যে প্রেরণ করা হয় যেখানে গ্রেপ্তার বিষয়ে বিরতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তাছাড়া যেসকল ফৌজদারি ঘটনায় অধিক গ্রেফতারের প্রয়োজন রয়েছে সেই অপারেশনগুলি থামানোর পরামর্শও দেয়া হয় চিঠিতে।

তথ্যমতে জানা যায়, কারাগারে উপচে পড়া ভিড়ের কারণে কিছু বন্দীকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হচ্ছে। কারাগারে জায়গার সংকুলান হচ্ছে না বলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

সরকার জানিয়েছে মহামারী ও আইনজীবীদের ধর্মঘটের প্রভাবে কারাগারের উপর এই চাপ সৃষ্টি হয়েছে। তবে লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, কনজারভেটিভ সরকারের অব্যবস্থাপনা সকল ক্ষেত্রে প্রভাব ফেলেছে। কারাগারে উপচে পড়া ভীড় কনজারভেটিভ সরকারের অব্যবস্থাপনার ফসল।

লেবার পার্টির ছায়া বিচার বিভাগের সচিব শাবানা মাহমুদ বলেন, ” সরকারের বিভিন্ন কার্যক্রম সবসময় হাস্যরসের জন্ম দিয়ে যাচ্ছে। এই মূহুর্তে কারাগারে উপচে পড়া ভীড়ের কারণে পুলিশকে বলা হচ্ছে হাত গুটিয়ে বসে থাকো, অপরাধীদের গ্রেফতার করা যাবে না। এই ব্যবস্থায় দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রক্ষণশীলরা দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে খারাপ পরিস্থিতিতে ফেলেছে।”

একজন সরকারী মুখপাত্র জোর দিয়ে বলেন, “জননিরাপত্তাকে সর্বদা অগ্রাধিকার দেয়া হয় যুক্তরাজ্যে।
এই কারণে আমরা আমাদের সমাজকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় অফিসার এবং সংস্থানগুলির দ্বারা আমাদের পুলিশকে সমর্থন দেয়ার ব্যবস্থা করেছি। তাছাড়া ১০০ বছরের ইতিহাসে কারাগার সম্প্রসারণের সবচেয়ে বড় কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। বিপজ্জনক অপরাধীদের দীর্ঘ সময় কারাগারে আটকে রাখার জন্য নতুন আইন প্রবর্তন করা হবে।”

উল্লেখ্য যে, মহামারী ও আইনজীবীদের ধর্মঘটের প্রভাবে যুক্তরাজ্যের কারাগারে ব্যাপক অপরাধী কারা হেফাজতে আটকে আছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এর কারণে সাধারণ নির্বাচনে আগে নতুন সমালোচনার মুখে পরতে যাচ্ছে কনজারভেটিভ সরকার বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্রঃ বিবিসি

এম.কে
২২ মে ২০২৪

আরো পড়ুন

প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হতে পারেন মাইকেল গভ

অনলাইন ডেস্ক

মুডি’স রেটিংয়ে বাংলাদেশের অবনমন

দেশে কারফিউ জারির পরামর্শ