12.5 C
London
March 29, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

রাশিয়ার হামলায় ইউক্রেনের শীর্ষ ব্যবসায়ী নিহত

ইউক্রেনের অন্যতম ধনী ব্যবসায়ী ও তার স্ত্রী দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, রাতের বেলা একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র বাড়িতে আঘাত হানলে ৭৪ বছর বয়সী ওলেক্সি ভাদাতুরস্কি ও তার স্ত্রী নিহত হন। ভাদাতুরস্কি ছিলেন নিবুলন নামের একটি কোম্পানির মালিক, যেটি ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি করতো।

 

মিকোলাইভ শহরে রুশরা খুবই ব্যাপক রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানা গেছে। শহরের মেয়র ওলেকসান্দার সেনকেয়েভিচ বলেছেন, পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর এই শহরে সম্ভবত এটাই সবচেয়ে তীব্র রুশ আক্রমণ।

শনিবার রাতে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিত্যক্ত এক স্কুলের প্রাঙ্গনে আঘাত হানে এবং এর পর পাশের আবাসিক এলাকার একটি ভবনে আগুন ধরে যায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এছাড়া হামলায় একটি হোটেল, একটি স্পোর্টস কমপ্লেক্স, দুটি সার্ভিস স্টেশন এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে। শহরের মেয়র আলেক্সান্ডাার সেনকেয়েভিচ জানান, উদ্ধার কর্মীরা সেখানে এখন কাজ করছে।

১ আগস্ট ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য দরজা খুলেছে যেসব দেশ

ক্রিসমাসে চরম বিপর্যয়ে ব্রিটেনের হোটেল ব্যবসা

অনলাইন ডেস্ক

হাই এন্ড ফিটনেস চেইন নিয়ে বিপাকে রিশি সুনাকের স্ত্রী