11.8 C
London
April 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

সীমান্তে ৩ ইসরায়েলি সেনা, ১ মিশরীয় নিরাপত্তা রক্ষী নিহত

মিসর-ইসরায়েল সীমান্তে গোলাগুলিতে চারজন প্রাণ হারিয়েছে। শনিবারের এক ঘটনায় নিহত হলো তিন ইসরায়েলি সৈন্য ও এক মিশরীয় নিরাপত্তা কর্মী।

ইসরায়েল ও মিসর উভয়ই ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে এর বিস্তারিত বিবরণ এখনো অস্পষ্ট। তারা যৌথভাবে তদন্ত করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গতকাল ভোরে মিসরীয় সীমান্তে একটি সামরিক চৌকিতে মিসরীয় পুলিশ তাদের দুই সৈন্যকে গুলি করে হত্যা করেছে। এর আগে দুইপক্ষ একটি বড় চোরাচালানকে ব্যর্থ করে দেয়।

আরো বলা হয়, ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে সংঘর্ষে কয়েক ঘণ্টা পর মিসরীয় কর্মকর্তা ও তৃতীয় ইসরায়েলি সেনা নিহত হন।

 

 

 

 

ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান এলিজার টোলেদানো বলেছেন, দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী একে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করেছে।

এদিকে মিসরের সেনাবাহিনী বলেছে, তাদের নিরাপত্তা কর্মকর্তারা সীমান্ত জুড়ে চোরাকারবারীদের তাড়া করার সময় গুলি বিনিময়ে তিনজন ইসরায়েলি ও একজন মিসরীয় নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

এখন মিসরীয় ও ইসরায়েলি কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঘটনার তদন্ত করছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

প্রথম আরব দেশ হিসেবে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে মিসর। তাদের যৌথ সীমান্তের দৈর্ঘ্য ২০০ কিলোমিটারেরও বেশি।

এম.কে
০৪ জুন ২০২৩

আরো পড়ুন

বৃটিশ নাগরিকদের ডেনমার্ক হতে অপসারণের জন্য ব্রেক্সিট ডিলকে দায়ী করেছেন বৃটিশ নাগরিকেরা

‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইনের অনুমোদন দিল ফ্রান্স

নিজ দেশের বিমানবন্দরেই চরম হয়রানির শিকার ব্রিটিশ সাংবাদিক