TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পশ্চিম লন্ডনে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

পশ্চিম লন্ডনে ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টার পর গ্রিনফোর্ডের কেটন রোডে ইমার্জেন্সি সার্ভিসে কল দেওয়া হয়। সেখানে প্যারামেডিক পৌছানোর পর চিকিৎসা চলাকালে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ প্রাণ হারান।

 

গত চার দিনে লন্ডনে শুরু হওয়া এটি ষষ্ঠ খুনের তদন্ত। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

 

ঘটনাস্থলের কাছেই বসবাসকারী একজন জানিয়েছেন, কয়েকজন তরুণ ওই বৃদ্ধকে ঘিরে ধরতে দেখেছিলেন তিনি।

 

তিনি একটি সিসিটিভি ক্যামেরায় ঘটনাটির কিছু অংশ ধারণ করেছেন কিন্তু একটি গাছের কারণে এটি অস্পষ্ট হয়ে গেছে।

 

ইলিং-এর পুলিশিং নেতৃত্বদানকারী শন উইলসন বলেছেন: “এটি একটি ভয়ঙ্কর ঘটনা যা স্থানীয় এবং লন্ডন জুড়ে লোকেদের জন্য যথেষ্ট আতংক সৃষ্টি করবে।” এ ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

 

১৭ আগস্ট ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষঃ তুলসী গ্যাবার্ড

১২ মাসের বেশি কাজে না থাকলে ভাতা বন্ধ করবে সরকারঃ ঋষি সুনাক

নিউজ ডেস্ক

কোভিড পরিস্থিতিতে বিপদ বাড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য

অনলাইন ডেস্ক