14.8 C
London
February 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লেবার রাজনীতিবিদদের সরকারের নেয়া অভিবাসন ও আশ্রয় নীতির সমালোচনা

৯০০-র বেশি লেবার সদস্য এবং ট্রেড ইউনিয়ন নেতারা, সরকারের অভিবাসন ও আশ্রয় নীতিকে কনজারভেটিভদের “নাটকীয় নিষ্ঠুরতার” অনুকরণ বলে অভিযুক্ত করেছেন।

এক যৌথ বিবৃতিতে তারা বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন, যেখানে বলা হয়েছে যে, যারা বিপজ্জনক পথ—যেমন ছোট নৌকায় চ্যানেল পেরিয়ে—যুক্তরাজ্যে আসবে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে না।

বিবৃতিতে যুক্তরাজ্য কতজনকে বিতাড়িত করেছে তা তুলে ধরার জন্যও সমালোচনা করা হয়। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রচারণার মাধ্যমে বিমান থেকে লোকজনকে নামানোর দৃশ্যসহ ভিডিও ও ছবি প্রকাশ করেছিল।

এই বিবৃতি লেবার ক্যাম্পেইন ফর ফ্রি মুভমেন্ট এবং বামঘেঁষা লেবার গ্রুপ মোমেন্টাম সমন্বিতভাবে প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন সাতজন এমপি—নাদিয়া হুইটোম, ডায়ান অ্যাবট, বেল রিবেইরো-অ্যাডি, ক্লাইভ লুইস, জন ট্রিকেট, ব্রায়ান লেইশম্যান ও স্টিভ উইথারডেন। এছাড়াও চারজন সাবেক লেবার এমপি, যারা এখন স্বাধীনভাবে কাজ করছেন, এবং দলের চারজন পিয়ারও স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে: “গত সপ্তাহে সরকার বিতাড়নের ভিডিও প্রকাশ করেছে, অনিয়মিতভাবে আগতদের অপরাধী হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছে এবং তাদের ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করেছে।

“এই পদক্ষেপগুলো ভোটারদের প্রত্যাখ্যাত ব্যর্থ টরি সরকারগুলোর নাটকীয় নিষ্ঠুরতাকে অনুকরণ করছে। এটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলোরও লঙ্ঘন, যেখানে আশ্রয়ের অধিকার এবং নিরাপদ পথ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

“বিদেশ থেকে আগত অভিবাসীরা এই দেশের বোঝা নয়; বরং তারা আমাদের সমাজকে প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধ করছে। অভিবাসনবিরোধী রাজনীতি ব্যবহার করে সরকার কেবল রিফর্ম ইউকের উত্থানকে আটকাতে চাচ্ছে।

“আমরা লেবার নেতাদের আহ্বান জানাই, জনগণের জন্য কাজ করাই লেবারের বিজয়ের একমাত্র পথ। আমাদের দরকার কঠোর অর্থনৈতিক সংকোচন নীতির অবসান, জলবায়ু সংকট মোকাবিলা, আমাদের প্রতারিত করা জল ও জ্বালানি কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শ্রমজীবী মানুষের জন্য সংহতির রাজনীতি গড়ে তোলা।”

মন্ত্রীরা এর আগেও সতর্কতা পেয়েছিলেন যে, রিফর্ম পার্টির হুমকি মোকাবিলার জন্য অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা উল্টো ফল দিতে পারে।

এই মাসে লেবার দল রিফর্মের মতো ব্র্যান্ডিং ও ভাষা ব্যবহার করে একাধিক বিজ্ঞাপন প্রচার করেছে, যেখানে সরকারের বিতাড়িত অভিবাসীর সংখ্যা তুলে ধরা হয়েছে।

রবিবার ইউনিসনের মহাসচিব ক্রিস্টিনা ম্যাকএনি এবং নয়জন চার্চ অব ইংল্যান্ড বিশপসহ ১৪৮ জন স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে যে, প্রায় সমস্ত আশ্রয়প্রার্থীদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার পরিকল্পনা বিভেদ ও অবিশ্বাস সৃষ্টি করবে এবং অভিবাসী হোটেলগুলোর ওপর হামলা বাড়িয়ে তুলতে পারে।

চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রী ইয়ভেট কুপারকে অনুরোধ করা হয়েছে, “দশ হাজারেরও বেশি শরণার্থীদের ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পথ কার্যত বন্ধ করার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৭ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের রেকর্ড সংখ্যক স্ট্রিমিং সাবস্ক্রিপশন বাতিল

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের প্রতি ছয়জন কর্মীর একজন খাবার মিস করছেনঃ ট্রেড ইউনিয়ন কংগ্রেস

যুক্তরাজ্যে আর থাকছে না টু’জি-থ্রি’জি