13.2 C
London
May 6, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবরস্পোর্টস

ইংল্যান্ড দলে বাংলাদেশি বংশোদ্ভূত রবিন

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি লর্ডস টেস্টে অন্যরকম অভিষেক হয়ে গেলো বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন বদলি ফিল্ডার হিসেবে নামতে হয়েছে ২০ বছর বয়সী এ তরুণ মিডল অর্ডার ব্যাটারকে।

 

নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিষিক্ত পেসার ম্যাথু পটস। কিন্তু ইংল্যান্ডের স্কোয়াডে ছিল না আর কোনো বাড়তি খেলোয়াড়। তাই স্কোয়াডের বাইরে থাকা এসেক্স কাউন্টি ক্লাবের তরুণ ব্যাটার রবিন দাসকেই নামিয়ে দেয়া হয় বদলি হিসেবে।

 

অবশ্য বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি রবিনকে। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে মাঠে নামেন রবিন। সেই ওভার শেষ হতেই ব্রড ফেরেন মাঠে। ফলে উঠে যেতে হয় রবিনকে। তবে মাত্র ৪ বলের জন্য হলেও ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যুতে অন্যরকম অভিষেকের স্বাদই পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এ ক্রিকেটার।

 

এদিকে লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি ক্লাব টুইটারে রবিনকে শুভেচ্ছাও জানিয়েছে।

 

রবিনের বাবার মৃদুল দাস (মাঝে), সাকিব আল হাসান (বামে), তামিম ইকবাল (ডানে)

 

রবিনের বাবার নাম মৃদুল দাস। গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ। তবে রবিনের জন্ম, বেড়ে ওঠা সবই ইংল্যান্ডের লেটনস্টোনে। সেখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ২০ বছর বয়সী রবিন পড়াশোনা করছেন ব্রেন্টউড স্কুলে। বর্তমানে এসেক্স কাউন্টি ক্লাবে খেলছেন তিনি।

 

২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ২০০ রান করেছেন তিনি। এসেক্সের দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি। ২০২০ সালের ভাইটালিটি ব্লাস্টে এসেক্সের মূল দলের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিন। সে বছর বাংলাদেশে হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটেও নাম জমা দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এ ইংলিশ ক্রিকেটার।

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩ জুন ২০২২
এনএইচ

 

আরো পড়ুন

কীভাবে, কোথায় পাবো আন্তর্জাতিক বৃত্তির খোঁজখবর?

হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ট্যাক্স বাড়ানোর ঘোষণা দিলেন বরিস জনসন

হোমওয়্যার চেইন স্টোর উইলকো বন্ধের পথে